পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Flood Relief Scam: 'ফেরার' তৃণমূল নেত্রীকে প্রকাশ্য সংবর্ধনা ! পুলিশের ভূমিকায় ক্ষোভ

মালদার বন্যা ত্রাণ কেলেঙ্কারিতে (Malda Flood Relief Scam) অভিযুক্ত তৃণমূল নেত্রীকে প্রকাশ্য়েই সংবর্ধনা ! অথচ তাঁকে পলাতক ঘোষণা পুলিশের ৷ আদালতে জামিন খারিজ হওয়ার পরও গ্রেফতার হননি অভিযুক্ত জয়শ্রী কর্মকার ৷ এদিকে, তাঁর সংবর্ধনার ছবি ভাইরাল নেট দুনিয়ায় ৷ পুলিশের ভূমিকায় ক্ষোভ বিরোধীদের ৷

Fugitive TMC Leader in Malda Flood Relief Scam Felicitated by Party sparks Controversy
Malda Flood Relief Scam: 'ফেরার' তৃণমূল নেত্রীকে প্রকাশ্য সংবর্ধনা ! পুলিশের ভূমিকায় ক্ষোভ

By

Published : Sep 1, 2022, 6:05 PM IST

মালদা, 1 সেপ্টেম্বর: তিনি একদিকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, অন্যদিকে মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী ৷ আবার সেই তিনিই 2017 সালের বন্যা ত্রাণ কেলেঙ্কারিতে (Malda Flood Relief Scam) অন্যতম অভিযুক্ত ! কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করা হয়েছে ৷ পরবর্তীতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট (Supreme Court), দুই জায়গাতেই তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে ৷ অর্থাৎ পুলিশের তাঁকে গ্রেফতার করার কথা ৷ কিন্তু পুলিশের দাবি, তিনি নাকি বেপাত্তা ! অথচ অভিযুক্ত সেই তৃণমূল নেত্রীকেই দলের তরফে সংবর্ধনা দেওয়া হল ! সোশ্য়াল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ছবি ৷ কিন্তু, তারপরও পুলিশ তাঁর সন্ধান পায়নি ! ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধীরা ৷ তাঁদের দাবি, যত দ্রুত সম্ভব অভিযুক্ত তৃণমূল নেত্রী জয়শ্রী কর্মকার ও তাঁর স্বামী বাপি পালকে গ্রেফতার করতে হবে ৷ না হলে থানা ঘেরাও করে প্রতিবাদ জানানো হবে ৷ মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) ঘটনায় চড়ছে রাজনীতির পারদ ৷

2017 সালে উত্তর মালদা ভয়াবহ বন্যার কবলে পড়ে ৷ পরবর্তীতে রাজ্য সরকারের তরফে বন্যা দুর্গতদের জন্য ত্রাণের টাকা বরাদ্দ করা হয় ৷ অভিযোগ, সেই টাকা দুর্গতদের বণ্টন করার বদলে তৃণমূলের স্থানীয় নেতা-নেত্রীরাই আত্মসাৎ করেন ৷ অভিযুক্তদের তালিকায় অন্যতম হলেন জয়শ্রী ৷ তিনি হরিশ্চন্দ্রপুর-1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট ব্লকেরই তৃণমূলের সভানেত্রী ৷ এই ঘটনায় নাম জড়ায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সভানেত্রী কোয়েল দাস, বিরোধী দলনেত্রী (পরে তৃণমূলে যোগ দিয়েছেন) সুজাতা সাহা এবং শিশু, নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ রোশনারা খাতুনেরও ৷

আরও পড়ুন:মহিষবাথানে প্রসন্নর ফ্ল্যাটে সিবিআই হানা, উদ্ধার গুরুত্বপূর্ণ নথি

দুর্নীতির এই অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত ৷ কিন্তু, আদালতের পর্যবেক্ষণ মূল অভিযুক্ত জয়শ্রী কর্মকারের বিরুদ্ধে যায় ৷ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ৷ কিন্তু, তাতেও পুলিশের কোনও হেলদোল দেখা যায়নি ৷ ইতিমধ্যে পর্যাক্রমে হাইকোর্ট ও শীর্ষ আদালত জয়শ্রীর জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ এই প্রেক্ষাপটে তাঁর সংবর্ধনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বিতর্ক বাড়ছে ৷

সিপিএম-এ রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস এই প্রসঙ্গে বলেন, "এখন নবান্নের চোদ্দতলা থেকে বুথ স্তর পর্যন্ত তৃণমূলের টাকার পাহাড় ! আদালতে বন্যা ত্রাণ কেলেঙ্কারি প্রমাণিত হয়েছে ৷ যাঁরা সুপ্রিম কোর্টেও জামিন পাচ্ছেন না, তাঁরাই এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ৷ অথচ, পুলিশ নাকি তাঁদের খুঁজেই পাচ্ছে না ! এঁদের দ্রুত গ্রেফতার না করা হলে আমরা হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করব ৷"

পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধীদের ৷

একই বক্তব্য কংগ্রেসের অঞ্চল সভাপতি আবদুস সোভানের ৷ তিনি বলেন, "এই কেলেঙ্কারি নিয়ে আমরা কলকাতা হাইকোর্টে মামলা করি ৷ আদালত এঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ৷ অথচ, ইতিমধ্যেই জয়শ্রী কর্মকার নতুন পদ পেয়েছেন ৷ জেলাজুড়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন ৷ অথচ পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না ! এঁদের দ্রুত গ্রেফতারের জন্য আমরাও থানায় ধরনা দেব ৷"

বিজেপি-র উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক রূপেশ আগরওয়ালও জানিয়েছেন, "জয়শ্রী কর্মকার ও তাঁর স্বামী বাপি পাল বন্যা ত্রাণ কেলেঙ্কারিতে দোষী প্রমাণিত হয়েছেন ৷ কিন্তু, তারপরও পুলিশ তাঁদের গ্রেফতার করছে না ৷ এর প্রতিবাদে এবং তাঁদের গ্রেফতারির দাবিতে আমরা থানা ঘেরাও করে আন্দোলনে নামব ৷" তবে, এই ঘটনা নিয়ে জেলা তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অবশ্য বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details