মালদা, 10 অগস্ট: ভরা গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল চার নাবালিকা । তাদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে । বাকি দু'জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । তারা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভূতনি থানার কালুটনটোলা গ্রামের কোশিঘাটে । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ভূতনি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মৃত ও চিকিৎসাধীনরা সবাই মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কালুটোনটোলা গ্রামের বাসিন্দা । আজ দুপুরে ওই গ্রামের রাজিন্দর মাহাতোর মেয়ে সুনিতা মাহাতো (10), ঝাপটি মাহাতোর মেয়ে ফাগুনি মাহাতো (13), বিজয় মাহাতোর দুই মেয়ে কিরণ মাহাতো (8) ও ফুলো মাহাতো (6) জমিতে পাটের আঁশ ছাড়ানোর পর গঙ্গায় স্নান করতে যায় । সেই সময় কোশিঘাটে অনেকেই স্নান করছিল । গঙ্গায় নেমে হুটোপুটি শুরু করে চার কিশোরী । একসময় স্রোতের প্রবল টানে তলিয়ে যেতে শুরু করে তারা । তাদের চিৎকারে ঘাটে থাকা মানুষজন নদীতে ঝাঁপিয়ে পড়ে । বেশ কিছুক্ষণের চেষ্টায় চারজনকেই উদ্ধার করা হয় । কিন্তু ততক্ষণে সুনিতা ও ফাগুনির মৃত্যু হয়েছে ।