পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Death: মালদায় গঙ্গায় তলিয়ে দুই নাবালিকা বোনের মৃত্যু, উদ্ধার বাকি দু'জন - Malda

গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল চার নাবালিকা । তাদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে । আজ দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভূতনি থানার কালুটনটোলা গ্রামের কোশিঘাটে ।

Malda Death
মালদায় গঙ্গায় তলিয়ে দুই নাবালিকা বোনের মৃত্যু, উদ্ধার বাকি দু'জন

By

Published : Aug 10, 2021, 9:11 PM IST

মালদা, 10 অগস্ট: ভরা গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল চার নাবালিকা । তাদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে । বাকি দু'জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । তারা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভূতনি থানার কালুটনটোলা গ্রামের কোশিঘাটে । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ভূতনি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মৃত ও চিকিৎসাধীনরা সবাই মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কালুটোনটোলা গ্রামের বাসিন্দা । আজ দুপুরে ওই গ্রামের রাজিন্দর মাহাতোর মেয়ে সুনিতা মাহাতো (10), ঝাপটি মাহাতোর মেয়ে ফাগুনি মাহাতো (13), বিজয় মাহাতোর দুই মেয়ে কিরণ মাহাতো (8) ও ফুলো মাহাতো (6) জমিতে পাটের আঁশ ছাড়ানোর পর গঙ্গায় স্নান করতে যায় । সেই সময় কোশিঘাটে অনেকেই স্নান করছিল । গঙ্গায় নেমে হুটোপুটি শুরু করে চার কিশোরী । একসময় স্রোতের প্রবল টানে তলিয়ে যেতে শুরু করে তারা । তাদের চিৎকারে ঘাটে থাকা মানুষজন নদীতে ঝাঁপিয়ে পড়ে । বেশ কিছুক্ষণের চেষ্টায় চারজনকেই উদ্ধার করা হয় । কিন্তু ততক্ষণে সুনিতা ও ফাগুনির মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন: ব্রাহ্মণী নদীতে ভাঙন শুরু, ধসের কবলে বহু বাড়ি

মৃত দুই কিশোরীর কাকা শ্রবণ মাহাতো বলেন, “আমরা গরিব মানুষ । আমাদের ঘরের মেয়েরা এই সময় পাটের আঁশ ছাড়ায় । আজও মেয়েরা পাট ছাড়াতে গিয়েছিল । তারপর ওরা চারজন মিলে নদীতে স্নান করতে যায় । এখন নদীতে অনেক জল । স্রোতের টানে চারজনই ভেসে যায় । ঘাটে থাকা এলাকার মানুষজন ওদের উদ্ধার করে । কিন্তু তার আগেই ভাইঝির মৃত্যু হয় । এই ঘটনায় দু'জন মারা গিয়েছে । এই অবস্থায় সরকার যদি কিছু সাহায্য করে তবে খুব ভাল হয় ।"

ABOUT THE AUTHOR

...view details