মালদা, 11 জুন : পাচারের আগেই বিএসএফের হাতে ধরা পড়ল বড়সড় অঙ্কের জালনোট ৷ ঘটনাটি মালদা জেলার বৈষ্ণবনগরের ৷ 10 লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে বিএসএফ ৷ উদ্ধার হওয়া জাল নোটগুলি বৈষ্ণনগর থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ ৷
বিএসএফের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাতে শোভাপুর বিওপিতে কিছু জাল নোট কারবারী কাঁটাতারের ওপার থেকে ভারতীয় নোট এপারে ছুড়ে দেয় । বিষয়টি নজরে আসে শোভাপুর বিওপিতে কর্মরত 78 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের । জওয়ানরা ধাওয়া করলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় ওই জালনোটের কারবারীরা । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 10 লাখ টাকার জালনোট । উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি দুই হাজার টাকার ।