মালদা, ১০ মার্চ : নকল করতে বাধা দেওয়ায় পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর চালানো হল। পুরাতন মালদার সাহাপুরের পর এবার রতুয়া ব্লক-২ এর আড়াইডাঙা হাইস্কুলে তাণ্ডব চালাল পরীক্ষার্থী ও অভিভাবকরা। হামলায় আহত হয়েছেন আটজন শিক্ষক ও অশিক্ষক কর্মী। আহতদের মধ্যে তিনজন ইনভিজ়িলেটরও রয়েছেন।
আড়াইডাঙা হাইস্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে পুখুরিয়া হাইস্কুলের পরীক্ষার্থীদের। গতকাল ছিল এডুকেশন পরীক্ষা। প্রধান শিক্ষক মানবেন্দ্র কুমার বলেন, "উচ্চমাধ্যমিকের প্রতিটি পরীক্ষায় নকল করছিল জাভেদ আখতার নামে একজন। এনিয়ে তাকে সতর্কও করা হয়। কিন্তু, সে পাত্তা দেয়নি। গতকালও সে যথারীতি নকল শুরু করে। গতকাল সে যখন নকল করছিল, তখন ইনভিজ়িলেটররা তাকে ধরে ফেলেন। বেলা ১২টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। তাকে বাড়ি যেতে বলা হয়। সে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে আব্বা আবুল হোসেন সহ আরও কয়েকজনকে ডেকে আনে। এরপর ৪০-৫০ জন মানুষ লাঠি, ইট সহ স্কুলে ঢুকে পড়ে। স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপর চড়াও হয়। লাইব্রেরিয়ান কৃষ্ণগোপাল দাসকে বেধড়ক মারধর করে তারা। মারধর করা হয় আরও একজনকে। তাঁদের বাঁচাতে গিয়ে অন্য শিক্ষক ও শিক্ষাকর্মীরাও আক্রান্ত হন।"