পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দোকানে গিয়েছিলেন কেনাকাটা করতে, হঠাৎ গুলি লাগল পায়ে - firing

গতকাল রাতে মালদার কালিয়াচকের গয়েশবাড়ির জলহা মোড়ে গুলিবিদ্ধ হন এক মহিলা । এই ঘটনায় সাজির শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ ।

হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ মর্জিনা বিবি

By

Published : Jul 15, 2019, 11:28 AM IST

মালদা, 15 জুলাই: লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হলেন এক মহিলা । গুলিবিদ্ধ মহিলার নাম মর্জিনা বিবি (55) । গতকাল রাতে কালিয়াচকের গয়েশবাড়ির জলহা মোড়ের ঘটনা ।

অভিযোগ, গতকাল রাতে মর্জিনা বিবি দোকানে ডিম কিনতে যান । তখন তাঁর ডান পায়ে গুলি লাগে । ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি নার্সিংহোমে ভরতি করে । মর্জিনা বিবি জানান, কে বা কারা গুলি চালিয়েছে তা তিনি বুঝতে পারেননি । জানা গেছে, ওই সময় কয়েকজন ছেলে এলাকায় ঘোরাফেরা করছিল ।

আরও পড়ুন : মালদায় মহিলার অস্বাভাবিক মৃত্যু

এই ঘটনায় সাজির শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ । কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে , এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি । সম্ভবত লক্ষ্যভ্রষ্ট হয়েই ওই মহিলার পায়ে গুলি লাগে । অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details