মালদা, 31 মে : ঘূর্ণিঝড় যশ পরবর্তী বৃষ্টিতে জলমগ্ন মালদা জেলার কয়েক হাজার হেক্টর ধানের জমি ৷ যে জল জমে জমিতেই নষ্ট হচ্ছে ধান ৷ তাই এবার ধান কেটে নৌকায় করে নিয়ে যাচ্ছেন চাষিরা ৷ যাতে রোদে শুকিয়ে কিছু অর্থ যদি উপার্জন করা যায় ৷ এমনই বেহাল দশা মালদার কৃষকদের ৷
যশের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় ৷ বাদ যায়নি মালদা জেলাও ৷ আর এই অতিবৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কৃষি জমিগুলি ৷ এমনকি পাম্প চালিয়েও জল বের করা যায়নি বলে অভিযোগ করেছেন কৃষকরা ৷ তাই এবার মাঠের ফসল কেটে ফেলতে বাধ্য হচ্ছেন তাঁরা ৷ ধান কেটে নৌকায় করে নিয়ে আসছেন মালদার সুস্থানির কৃষকরা ৷ সেই ধান রোদে শুকিয়ে সেখান থেকে সামান্য উপার্জনের আশায় রয়েছেন কৃষকরা ৷ ঘূর্ণঝড় যশের কারণে মালদায় গত 3 দিনে 309 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ৷