মালদা, 29 অক্টোবর : পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আর্থিক দুর্নীতির মামলা হয়েছে ৷ সেই মামলা এখনও বিচারাধীন ৷ কালীপুজোর (Kali Puja) মেলায় অভিযোগকারীর দাদাকে খুন করা হয় বলে অভিযোগ ৷ ঘটনায় নাম জড়ায় পঞ্চায়েত প্রধানের (Panchayat Pradhan Accused in Murder) ৷ এনিয়ে প্রধান-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে ৷ কিন্তু পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি বলে অভিযোগ ৷
সময় গড়ানোর সঙ্গে বিষয়টি নিয়ে জলও ক্রমশ ঘোলা হচ্ছে৷ এনিয়ে জোট বাঁধছে গ্রাম ৷ পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) মুখে যা বিড়ম্বনায় ফেলতে পারে রাজ্যের শাসক দলকে ৷ এই ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন এলাকার বিজেপি (BJP) সাংসদ ৷ গোটা বিষয়টি নিয়ে পুলিশের কোর্টে বল ঠেলে দিয়েছেন তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক ৷
কালীপুজোর একদিন পর গ্রামে মেলা বসে ৷ সেই রাতে বাড়ি থেকে 200 মিটার দূরে একটি আমবাগান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় গাজোল ব্লকের বৈরগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খোসলাবাড়ি গ্রামের বাসিন্দা, 52 বছর বয়সী ধনঞ্জয় সরকারকে ৷ মালদা (Malda) মেডিক্যাল নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি ৷ এই ঘটনায় নাম জড়ায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুবোধ সরকারের ৷ ঘটনার রাতেও তাঁর সঙ্গে ধনঞ্জয়বাবুর গোলমাল হয়েছিল ৷ সেকথা মেনেও নিয়েছেন প্রধান৷ এনিয়ে প্রধান-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত ধনঞ্জয়বাবুর পরিবারের সদস্যরা ৷
ধনঞ্জয়বাবুর ছেলে পরিতোষ সরকার বলছেন, “মেলায় আমরা দুই ভাইও গিয়েছিলাম ৷ আমি রাত 11টার আগে বাড়ি চলে আসি৷ দাদাও 12টার আগেই ঘরে চলে আসে ৷ বাবা মেলায় থেকে গিয়েছিল ৷ শুনতে পেয়েছি, রাত একটা নাগাদ মেলার মধ্যেই প্রধানের সঙ্গে বাবার ঝামেলা হয় ৷ রাত দু’টো নাগাদ বাগানের মধ্যে বাবার মাথার পিছন দিকে ধারালো হাঁসুয়া দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয় ৷ রাত তিনটে নাগাদ গ্রামেরই এক কাকা ফোন করে আমাদের জানায়, বাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় বাবা পড়ে রয়েছে ৷ সঙ্গে সঙ্গে বাবাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল নিয়ে যাচ্ছিলাম৷ মাঝরাস্তাতেই বাবা মারা যায় ৷”
বাবার খুনে প্রধানেরই হাত দেখতে পাচ্ছেন পরিতোষ ৷ তিনি বলেন, “কিছুদিন আগে আমরা নিজেদের জমিতে একটি পুকুর খনন করি ৷ প্রধান সেই পুকুরকে 100 দিনের কাজে স্কিম ধরে 4 লাখ 12 হাজার টাকা আত্মসাৎ করে ৷ সেই ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে ৷ এখনও মামলা চলছে ৷ এর জেরে প্রধান মদ্যপ অবস্থায় মাঝেমধ্যেই বাবাকে হুমকি দিত৷ খুন করবে বলেও শাসাত ৷ বাড়িতে এসেও হুমকি দিয়েছিল ৷ আমাদের ধারণা, বাবার খুনের পিছনে প্রধানের হাত রয়েছে ৷ আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি ৷ আমরা চাই, এই ঘটনার যথাযথ তদন্ত হোক ৷ আমরা যেন সুবিচার পাই ৷”