পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘরে থাকুন, সুস্থ থাকুন; মালদার রাস্তায় সচেতনার বার্তা - covid-19

কোরোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশজুড়ে৷ দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যাও ৷ তবু যেন হুঁশ ফিরছে না মালদাবাসীর ৷

রাস্তায় অঙ্কন করে কোরোনা সচেতনতার বার্তা জেলা পুলিশের
রাস্তায় অঙ্কন করে কোরোনা সচেতনতার বার্তা জেলা পুলিশের

By

Published : Apr 6, 2020, 10:43 PM IST

মালদা, 6 এপ্রিল: লকডাউন নিয়ে একপ্রকার উদাসীন মালদাবাসী ৷ নানাভাবে সচেতন করলেও ঘরে রাখা যাচ্ছে না মালদা শহরের বাসিন্দাদের ৷ সাধারণ মানুষকে সচেতন করতে অবশেষে রাস্তার উপর কোরোনা নিয়ে সচেতনতার বার্তা লিখল জেলা পুলিশ ৷ সোমবার বিকেলে মালদা শহরের ফোয়ারা মোড়ের রাস্তার উপর কোরোনা ভাইরাস নিয়ে সতর্ক বার্তা লেখা হয় ৷

কোরোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশজুড়ে৷ দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যাও ৷ তবু যেন হুঁশ ফিরছে না সাধারণ মানুষের ৷ প্রয়োজন ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছে শহরবাসী ৷ কখনও ওষুধ কেনার আছিলায়, কখনও বাজার আনতে যাচ্ছি বলে ৷ পুলিশের হাতে ধরা পড়লেই তৈরি আছে এমন নানান অজুহাত ৷ কোনওভাবেই যেন সচেতন করা যাচ্ছে না মালদাবাসীকে সাধারণ মানুষকে ৷ উপায় না দেখে শেষমেশ রাস্তার উপর সচেতনতার বার্তা লেখার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ ৷ যাতে পথে বেরোলেই চোখে পড়ে ওই বার্তা ৷

এই নিয়ে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, "সাধারণ মানুষকে সচেতন করতে এই পদক্ষেপ করা হয়েছে ৷ প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বেরোলেই যেন এই বার্তা দেখেই বাড়ি ফিরে যান ৷ মালদা শহরের আরও কিছু জনবহুল এলাকার রাস্তায় এভাবেই এঁকে সচেতন করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details