মালদা, 5 নভেম্বর: "মালদা-মুর্শিদাবাদে হারিয়ে যাওয়া জমি আমরা উদ্ধার করবই ৷" পঞ্চায়েত নির্বাচনের আগে মালদায় (Malda) প্রথম জনসভা (Meeting) করতে এসে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ তিনি আজ বলেন, "পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস মোকাবিলায় আমরা তৈরি ৷ যুদ্ধ করব রাজ্যজুড়েই ৷"
দীর্ঘদিন পর নির্বাচনকে কেন্দ্র করে আবারও জেগে উঠেছে কোতওয়ালির খান চৌধুরীদের বাসভবন ৷ একসময় এই ভবন থেকেই রাজ্যের কংগ্রেস রাজনীতি পরিচালিত হত ৷ সময় বদলের সঙ্গে সেই ছবিটা অবশ্য পালটে গিয়েছে ৷ তবে এখনও রাজ্য কিংবা জাতীয় কংগ্রেস নেতৃত্ব জেলা সফরে এলে এই ভবনে একবার অবশ্যই যান ৷
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ফের সেই ভবনে বসেছে বৈঠক ৷ চলছে নির্বাচনী কৌশল তৈরি ৷ আগেই সেখানে চলে এসেছিলেন দলের রাজ্য পর্যবেক্ষক ড. এ চেল্লাকুমার ৷ দুপুরে ঢুকলেন অধীর ৷ প্রস্তুত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী ও ইশা খান চৌধুরী ৷ চারজন কিছুক্ষণের জন্য রুদ্ধদ্বার বৈঠকও করলেন ৷ খানিকটা যেন অনেকদিনের পুরোনো কিছু ছবির কোলাজ ৷