মালদা, ৩০ জুলাই : বালি ভরতি লরির চালকের কাছ থেকে দাবি মতো টাকা না মেলায় চালককে মারধর ও মিথ্যে মামলায় গ্রেপ্তার করার অভিযোগ উঠল বৈষ্ণবনগর থানার পুলিশের বিরুদ্ধে ৷ আজ ধৃত লরি চালকের বিবি পুলিশ সুপারের দপ্তরে এই বিষয় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগপত্রের প্রতিলিপি পাঠিয়েছেন জেলাশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ৷ পুলিশ সুপার জানিয়েছেন, এখনও পর্যন্ত অভিযোগপত্র তাঁর হাতে আসেনি ৷ তিনি এই নিয়ে খোঁজখবর নিচ্ছেন ৷
তোলা না পেয়ে লরি চালককে মারধর, গ্রেপ্তারির অভিযোগ পুলিশের বিরুদ্ধে - মালদা
দাবি মতো তোলা না পেয়ে লরি চালককে মারধর ও মিথ্যা মামলায় গ্রেপ্তারির অভিযোগ উঠল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের বিরুদ্ধে । বিষয়টি নিয়ে লরি চালকের বিবি থানায় অভিযোগ দায়ের করেছেন ।
পুলিশ সুপারের কাছে দায়ের করা অভিযোগপত্রে কালিয়াচক দুই নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পুরাতন পটলডাঙার বাসিন্দা সাকিলা বিবি জানিয়েছেন, তাঁর শওহর জাকির হোসেন লরিচালক ৷ 25 জুলাই বালি লরি ভরতি নিয়ে তিনি মালদা যাচ্ছিলেন ৷ 18 মাইল টোল প্লাজ়া পেরোনোর পর বৈষ্ণবনগর থানার পুলিশ লরি দাঁড় করায় ৷ লরিতে ওভারলোডিংয়ের অজুহাত দেখিয়ে জাকিরের কাছ থেকে পুলিশ 30 হাজার টাকার দাবি করে ৷ অত টাকা দেওয়ার সামর্থ জাকিরের ছিল না ৷ সেখান থেকে লরি নিয়ে পালিয়ে যান জাকির ৷ এরপর বৈষ্ণবনগর থানার পুলিশ তাড়া করে কালিয়াচক থানার বালিয়াডাঙা এলাকায় ফের লরি আটকায় ৷ গাড়ি থেকে নামিয়ে জাকিরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ৷ এলাকার কয়েকজন বাঁচাতে এলে পুলিশ তাঁদেরকেও লাঠিপেটা করে ৷ এরপর জাকির সেখান থেকে পালিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন ৷ সেই খবর পেয়ে পুলিশ হাসপাতালেও চলে আসে৷ জাকিরের চিকিৎসার সমস্ত কাগজপত্র কেড়ে নেওয়া হয় ৷ পরে বিবি জানতে পারেন, বৈষ্ণবনগর থানার পুলিশ জাকিরকে গ্রেপ্তার করেছে ৷ তাকে হাসপাতালের পুলিশ সেলে রাখা হয়েছে ৷ সাকিলা বিবি পুলিশ সুপারের কাছে এই বিষয়ে যথাযথ তদন্তের দাবি করে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন ৷ একই বক্তব্য জাকিরের আব্বা রিয়াজুল শেখেরও ৷ একই বক্তব্য রেখেছেন সাকিলা বিবির আইনজীবী তথা মানবাধিকার সংগঠন, গৌড় বাংলা হিউম্যান রাইটস্ অ্যাওয়ারনেস সেন্টারের সম্পাদক মৃত্যুঞ্জয় দাস ।
আজ নিজের দপ্তরে ছিলেন না পুলিশ সুপার অলোক রাজোরিয়া ৷ তিনি জানিয়েছেন, "এখনও পর্যন্ত এমন কোনও অভিযোগপত্র আমার হাতে আসেনি৷ অভিযোগপত্র খতিয়ে দেখে ব্যবস্থা নেব ৷ বিষয়টি নিয়ে আমি খোঁজখবর নিচ্ছি ৷"