মালদা, 9 জানুয়ারি: পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর (College Student Died in Road Accident) । গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যালে (Malda Medical) চিকিৎসাধীন আরও এক পড়ুয়া। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচলের গোবিন্দপাড়া সংলগ্ন 81 নম্বর জাতীয় সড়কে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা ৷ যার জেরে জাতীয় সড়ক অবরোধ (Roadblock) করেন তাঁরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম শামীম মিনারা পারভিন (21)। দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রীর নাম মুসকান আরজু (21)। দু'জনেই চাঁচলের কালিগঞ্জ গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই ছাত্রী চাঁচল কলেজের পড়ুয়া। সোমবার থেকে চাঁচল কলেজের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। ওই দুই পরীক্ষার্থীর সিট পড়েছিল সামসি কলেজে। মুসকানের দাদা মতিউর রহমানের মোটরবাইকে করে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন ওই দুই পরীক্ষার্থী।
গোবিন্দপাড়া সংলগ্ন হাইস্কুলের সামনে 81 নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তিনজনই মোটরবাইক থেকে ছিটকে পড়েন। পিছনের চাকার তলায় পড়ে যাওয়া শামীম মিনারা পারভিনকে পিষে দেয় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শামীম মিনারার। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি সকলকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করেন। কর্তব্যরত চিকিৎসকরা শামীম মিনারাকে মৃত ঘোষণা করে মুসকানকে মালদা মেডিক্যালে রেফার করে দেন।