পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 3:48 PM IST

ETV Bharat / state

মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ সিআইডির হাতে গ্রেফতার 2 ভাই

Firearms Recovered: বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ৷ এই ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করল সিআইডি ৷ আজ তাদের মালদা জেলা আদালতে তোলা হবে ৷

Etv Bharat
উদ্ধার হওয়া অস্ত্র

মালদা, 21 নভেম্বর: একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ দুই ভাইকে গ্রেফতার করল সিআইডি । ধৃতদের মঙ্গলবার কালিয়াচক থানার পুলিশের মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হবে । সূত্র মারফত খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচকের রাজনগর এলাকায় হানা দেয় সিআইডির একটি দল ।

তথ্য অনুযায়ী একটি বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি পাইপগান, একটি রিভলভার ও চার রাউন্ড তাজা কার্তুজ । গ্রেফতার করা হয় বাড়ির মালিক তথা দুই ভাই জুবায়ের আলম ও ফারুক আজমকে । ধৃতদের কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় সিআইডি । আজ তাদের সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করবে কালিয়াচক থানার পুলিশ ।

বেআইনি কারবারের সঙ্গে মালদা জেলার কালিয়াচকের নাম জড়িয়ে রয়েছে । এর আগে কালিয়াচক থেকে অস্ত্র কারখানার হদিশও মিলেছিল । বিভিন্ন সময় কালিয়াচক থেকে বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । প্রতিবারই বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে বিহারের মুঙ্গেরের যোগ মিলেছে । বেআইনি অস্ত্র কারবার রুখতে জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বিশেষভাবে নজরদারি শুরু করে । নজরদারি চলতে থাকে মালদা জেলাতেও ।
এই ঘটনায় মালদা জোনাল সিআইডির এসপি অনীশ সরকার জানান, গতকাল রাতে কালিয়াচক থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে । উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে একটি রিভলভার রয়েছে । এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, এগুলি নিয়ে কী করা হত তা তদন্তের পর সঠিকভাবে বলা সম্ভব হবে । উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও ধৃতদের কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল । ধৃতদের বিরুদ্ধে এই কারবারের সঙ্গে জড়িত থাকার কোনও মামলা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা ।

ABOUT THE AUTHOR

...view details