মালদা, 14 ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন্স ডে পাশ্চাত্য সংস্কৃতি ৷ এখন ঢুকে পড়েছে বাঙালির মননেও ৷ 14 ফেব্রুয়ারির অনেক আগে থেকেই বিশেষ দিন পালনের প্রস্তুতি শুরু হয় যুব-কিশোর মনের ৷ এবারও ব্যতিক্রম হয়নি ৷ কিন্তু এই সংস্কৃতি মানতে নারাজ এদেশের অনেকেই ৷ সংস্কৃতির প্রাচ্য-পাশ্চাত্য নিয়ে বিতর্কও হয়েছে অনেক ৷ যদিও যৌবন আবেগের কাছে সংস্কৃতি বিভাজনের তত্ত্বকথা অনেক পিছনেই পড়ে থেকেছে ৷ সন্ত ভ্যালেন্টাইনের প্রেমের তত্ত্ব এখন পরিবারকেন্দ্রিক করে তোলার ভাবনাচিন্তা শুরু হয়েছে ৷ তাই আজকের দিনেই পুরাতন মালদায় পালন করা হয়েছে মাতৃ-পিতৃ পূজন (Children worship their parents in Valentine Day) ৷
উদ্যোক্তা পুরাতন মালদার একটি বেসরকারি স্কুল ৷ উপস্থিত ছিলেন শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা থেকে শুরু করে রাজনৈতিক জগতের লোকজনও ৷ মালদা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা সুতপা চট্টোপাধ্যায়, বঙ্গরত্ন সম্মাননা প্রাপক চিকিৎসক দেবাশিস সরকার, গৌড় কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক বিজয় ঘোষকে যেমন সেখানে দেখা গিয়েছে ৷ তেমনই পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত, পুরাতন মালদা পৌরসভার তৃণমূলের কাউন্সিলার শ্যাম মণ্ডলকে ৷ বাচামারি এলাকার একটি মাঠে ওই স্কুলের পড়ুয়ারা ছাড়াও পূজন অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে অনেক বাচ্চাকে ৷