মালদা, 15 জুন : বাবা-মা ঘরে ছিলেন ৷ বাইরের উঠোনে নিজের খেয়ালেই খেলছিল তাঁদের 14 মাসের ছেলে ৷ আর তাতেই ঘটল বিপত্তি ৷ খেলতে খেলতে শিশুটি উঠোনে রাখা জলভর্তি বালতির মধ্যে পড়ে যায় ৷ আর সেই জলভর্তি বালতিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে (Child drowns after falling into a bucket of water) ৷ এই ঘটনায় শোকের ছায়া মালদার চাঁচলের দক্ষিণ শহর এলাকায়। আজ চাঁচল থানার পুলিশ শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে ৷
মৃত শিশুটির নাম মোতালেফ হোসেন ৷ বাবা রবিউল হোসেন পেশায় পরিযায়ী শ্রমিক ৷ সম্প্রতি ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছেন তিনি ৷ মোতালেফ ছিল তাঁর একমাত্র সন্তান ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিউল এবং তাঁর স্ত্রী বাড়ির ভিতরে ছিলেন ৷ বাইরের বারান্দায় খেলছিল তাঁদের ছেলে ৷ সেখানে বাড়ির আর কেউ তখন ছিল না বলে জানা গিয়েছে ৷ খেলতে খেলতে বারান্দা থেকে উঠোনে নেমে যায় মোতালেফ ৷ একসময় উঠোনে রাখা জল ভর্তি একটি বড় বালতিতে মুখ ডুবিয়ে দেয় সে ৷ শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে, বালতির মধ্যে পড়ে যায় ৷