জলঙ্গি, 17 অক্টোবর : বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল এক BSF জওয়ানের ৷ গুলিবিদ্ধ হয়েছেন আরও এক জওয়ান ৷ তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
আজ সকালে পদ্মায় যান তিন ভারতীয় মৎস্যজীবী ৷ ট্রলার সহ তাঁদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (BGB) ৷ পরে দুজনকে ছেড়ে দেওয়া হয় ৷ BSF পোস্টে গিয়ে BGB-র সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের খবর দিতে বলা হয় ৷ এরপর তাঁরা কাকমারিছারের BSF পোস্টে যান ৷ সাড়ে 10টা নাগাদ একটি বোটে করে পাঁচ BSF আধিকারিক পদ্মানদীর 75/7-S বাউন্ডারি পিলারে যান ৷ ফ্ল্যাগ মিটিংয়ের সময় ওই মৎস্যজীবীকে ছাড়েনি BGB ৷ উলটে BSF জওয়ানদের ঘিরে ফেলার চেষ্টা করে তারা ৷ পরিস্থিতির আঁচ করে সেখান থেকে বোট ঘুরিয়ে ফেরার চেষ্টা করে BSF ৷ তখন BSF জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় BGB ৷ মাথায় গুলি লাগে এক জওয়ানের ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ হাতে গুলি লাগে অপর এক জওয়ানের ৷
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত BSF জওয়ান
জলঙ্গিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক BSF জওয়ানের ৷ গুলিবিদ্ধ আরও এক জওয়ান ৷
গুলিবিদ্ধ জওয়ান
মৃত জওয়ান হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন ৷ তাঁর নাম বিজয় ভানু সিং (48) ৷ বাড়িতে উত্তরপ্রদেশের আগ্রায় ৷ জখম জওয়ানের নাম রাজবীর সিং যাদব ৷ বিষয়টি নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে BSF ৷ ঘটনাস্থানে এসেছেন BSF আধিকারিকরা ৷
Last Updated : Oct 17, 2019, 6:58 PM IST