পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টিকটকের ভিডিয়ো শুট করতে গিয়ে মৃত মালদার যুবক - Pukhuria Police Station

গতকাল সন্ধ্যায় করিম তার দুই বন্ধু আবদুল শেখ ও জাকির শেখের সঙ্গে মিলে টিকটকের জন্য ভিডিয়ো শুট করছিল । পাবজি ভিডিয়ো গেমের কায়দায় করিম নিজের হাত-পা বেঁধে, মুখে প্লাস্টিক গুঁজে শুটিং করছিল । শুটিং চলাকালীন হঠাৎ করিম অচৈতন্য হয়ে পড়ে ।

Malda
মালদার মৃত যুবক

By

Published : Jan 15, 2020, 8:27 PM IST

মালদা, 15 জানুয়ারি : বন্ধুদের সঙ্গে টিকটকের ভিডিয়ো শুট করছিল এক কিশোর । পাবজি ভিডিয়ো গেমের কায়দায় শুটিং চলছিল । হঠাৎ ঘটল বিপত্তি । শুটিংয়ের সময় মৃত্যু হল করিম শেখ (18) নামে ওই কিশোরের । ঘটনাটি মালদার পুখুরিয়া থানার পিরগঞ্জ এলাকার ৷

স্থানীয়রা জানিয়েছে, গতকাল সন্ধ্যায় করিম তার দুই বন্ধু আবদুল শেখ ও জাকির শেখের সঙ্গে মিলে টিকটকের জন্য ভিডিয়ো শুট করছিল । পাবজি ভিডিয়ো গেমের কায়দায় করিম নিজের হাত-পা বেঁধে, মুখে প্লাস্টিক গুঁজে শুটিং করছিল । শুটিং চলাকালীন হঠাৎ করিম অচৈতন্য হয়ে পড়ে । করিমের বাঁধন খুলে দ্রুত তাকে আড়াইডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পুখুরিয়া থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । করিমের মৃত্যুর জন্য তার দুই বন্ধুকে দায়ি করে পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে । অভিযোগ তদন্তে নেমেছে পুলিশ । অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details