মালদা, 19 নভেম্বর: শুরু হয়েছিল দু’বছর আগে । আজ তৃতীয়বারের জন্য গুরুনানক জয়ন্তীতে বোনফোঁটার (Bonfonta) আয়োজন দেখল মালদা (Malda) শহর । শহরের মকদুমপুরে ইংরেজবাজার পৌরসভার ‘মালদার উঠোনে’ বোনফোঁটার আয়োজন করেছিলেন বোনেরাই । যেখানে জাতি-ধর্মের কোনও বিভেদ ছিল না । মন্ত্রোচ্চারণের মাধ্যমে বোনেদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় একে অন্যকে ফোঁটা দেন বোনেরা ।
পাঁজির পাতা থেকে সরে এসে বোনফোঁটার ভাবনা প্রথম মাথায় এসেছিল মালদা কলেজের অধ্যাপক সুদেষ্ণা মৈত্রের মাথায় । তিনি বলেন, “এনিয়ে আমরা তৃতীয়বার বোনফোঁটার আয়োজন করেছি । ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলে দেখা যায়, মেয়েরা অনেক ব্রত পালন করছে । কিন্তু সবই তার স্বামী, সন্তান কিংবা পরিবারের অন্যদের জন্য । কিন্তু মেয়েদের মঙ্গল কিংবা তাদের দীর্ঘায়ুর জন্য কেউ কোনও ব্রত পালন করে না । ভাইফোঁটার পরেই বিষয়টি আমার মাথায় আসে । সেই চিন্তা থেকেই এই আয়োজন । এখানে বোনেরা বোনেদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় একে অন্যকে ফোঁটা দেয় । আমাদের সবার ইচ্ছে, এই বোনফোঁটা যেন একদিন ক্যালেন্ডারের পাতায় জায়গা পায় । এখানে কোনও ধর্ম নেই । কারণ, বোনের কোনও জাতি কিংবা ধর্ম হয় না । বোনের পাশে বোন দাঁড়াবে, এর মধ্যে জাতি বা ধর্মের প্রশ্ন আসছে কোথা থেকে !"
আরও পড়ুন:Farm Laws Repeal : সংসদে কৃষি আইন প্রত্যাহার হলেই আন্দোলনে ইতি, জানালেন রাকেশ টিকায়েত
প্রথমে ফেসবুকের মাধ্যমে শুরু হয়েছিল এই বোনফোঁটার প্রচার । সেখান থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপ গঠন করা হয় । এ ভাবে ধীরে ধীরে বোনফোঁটার পরিধি বাড়ে বলে জানান সুদেষ্ণা মৈত্র । তাঁর কথায়, "বোনফোঁটার জন্য গুরুনানকের জন্মদিন আমরা ইচ্ছে করেই বেছে নিয়েছি । কারণ দিনটি অত্যন্ত শুভ ।”