মালদা, 9 জানুয়ারি: দলের আন্দোলন যেভাবে হওয়ার কথা ছিল, সেভাবে হচ্ছে না ৷ মালদায় এসে সাফ জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ৷ আগামী 22-24 জানুয়ারি মালদায় এসএফআইয়ের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই উপলক্ষ্যে মঙ্গলবার মালদা টাউন হলে একটি সেমিনারে অংশ নিতে এসেছিলেন এই প্রবীণ বাম নেতা ৷ সেমিনারের আগে জেলা সিপিএমের সদর দফতর মিহির দাস ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ৷ কলকাতায় কাজ শুরু হতে চলেছে জ্যোতি বসু নামাঙ্কিত গবেষণাগার নির্মাণের ৷ এই গবেষণাগার নির্মাণের জন্য এ দিন বেশ কয়েকজন তাঁর হাতে অর্থ সাহায্যও তুলে দেন ৷
রবিবার ডিওয়াইএফআইয়ের ডাকে কলকাতায় ব্রিগেড সমাবেশ হয়েছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই সেই সমাবেশকে সফল বলে মন্তব্য করেছেন ৷ লোকসভা নির্বাচনের আগে এই সমাবেশ যে সিপিআইএম তথা বাম দলগুলিকে অক্সিজেন জোগাবে, তা নিয়েও আশাবাদী রাজনৈতিক মহল ৷ যদিও অনেকের বক্তব্য, গত লোকসভা নির্বাচনের আগেও লালপার্টির সমাবেশে মানুষের ঢল নেমেছিল ৷ কিন্তু ইভিএমে তার প্রভাব দেখা যায়নি ৷ যদিও পাঁচ বছর আগের সেই ঘটনা আর মনে রাখতে চায় না বাম নেতৃত্ব ৷
এ দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বলেন, "আরএসএসের পত্রিকা পাঞ্চজন্যর উদঘাটনের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছিল ৷ মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি সেখানে না গেলে জানতেই পারতেন না আরএসএস এত ভালো কাজের সঙ্গে যুক্ত ৷ পরদিন তাঁর বক্তব্য পাঞ্চজন্য এবং বিজেপির পত্রিকা স্বস্তিকায় বড় করে প্রকাশিত হয়েছিল ৷ পাঞ্চজন্য পত্রিকার সম্পাদক আমাদের মুখ্যমন্ত্রীকে মা দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন ৷ মুখ্যমন্ত্রী এখন বিজেপি সম্পর্কে কথা বলেন ৷ রাজনীতি করতে গেলে সেটা তাঁকে বলতেই হবে ৷ কিন্তু তিনি আরএসএস সম্পর্কে একটি কথাও বলেন না ৷ কারণ, আরএসএসই তো তাঁর জন্ম দিয়েছে ৷"