পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB BJP: উত্তরবঙ্গে সুনীল বনশল, পঞ্চায়েত দখলে উত্তরপ্রদেশের ভোট কুশলীকে ভরসা বঙ্গ বিজেপি'র

আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ৷ তার আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দলের নেতৃত্বের সঙ্গে বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল (Bengal BJP Leadership in meeting with Sunil Bansal)

ETV Bharat
sunil bansal in malda

By

Published : Nov 7, 2022, 4:27 PM IST

Updated : Nov 7, 2022, 6:04 PM IST

মালদা,7 নভেম্বর: পশ্চিমবঙ্গ দখল করতে 2021 বিধানসভা নির্বাচনে বেশকিছু আসন জয়ের লক্ষ্যে যোগী আদিত্যনাথের উপর ভরসা করেছিল বঙ্গ বিজেপি ৷ এর ফল কী হয়েছে, সবার জানা ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও (Bengal Panchayat Election) উত্তরপ্রদেশের এক ভোট কুশলীর উপরেই ফের ভরসা করছে পদ্ম শিবির ৷ বাংলার গ্রাম দখলে দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল বনশলকে (Sunil Bansal) ৷

পঞ্চায়েত ভোটে মালদায় ভালো ফলের লক্ষ্যে দলের জেলা কার্যালয়ে উত্তর মালদা সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে সোমবার আলোচনায় বসেন সুনীল বনশল (Bengal BJP Leadership in meeting with Sunil Bansal) ৷ এই বৈঠকে সুনীল বনশল ছাড়াও যোগ দেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ একইভাবে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়েও তাঁদের বৈঠক করার কথা আছে (BJP to fix strategy for Panchayat Election) ৷ এই বৈঠকের মূল অ্যাজেন্ডা যে পঞ্চায়েত নির্বাচন, তা বুঝিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার (BJP in meeting to fix strategy before Panchayat Election) ৷

এদিন বৈঠক শুরুর আগে রাজ্য বিজেপি সভাপতি বলেন, "বিজেপি সংগঠনভিত্তিক দল ৷ সংগঠনকে শক্তিশালী করতে প্রতিনিয়ত আমাদের প্রয়াস চলে ৷ তারই অঙ্গ হিসাবে আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল এখানে বৈঠক করতে এসেছেন ৷ তিনি 2014 সালে উত্তরপ্রদেশে ভোট কৌশলী থাকার পাশাপাশি সরকার গড়ার অন্যতম কারিগর ছিলেন ৷ উত্তরবঙ্গের তিনটি জায়গায় তিনি বৈঠক করবেন ৷ গতকাল শিলিগুড়িতে প্রথম বৈঠক হয়েছে ৷ আজ মালদার দুটি সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক হবে ৷ আগামীকাল রায়গঞ্জে দুই দিনাজপুরের নেতৃত্বকে নিয়ে তিনি বৈঠক করবেন ৷"

আরও পড়ুন: আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ফের সরব অনন্ত মহারাজ

এদিন রাজ্যের অন্যান্য ইস্যুতেও মুখ খুলেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার দেশে মুসলিম সংগঠন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (পিএফআই) নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ৷ এনিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন,“দেশে পিএফআই নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর 250 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে এই সংগঠনকে এখনও নিষিদ্ধ ঘোষণা করেনি ৷ এখনও পর্যন্ত ওই সংগঠনের কোনও দফতর সিল করেনি ৷ আসলে এই রাজ্য সরকার চাইছে, পশ্চিমবঙ্গে এমন জঙ্গি গোষ্ঠীগুলির বাড়বাড়ন্ত হোক ৷ এ পর্যন্ত পিএফআইয়ের একজন বাংলা থেকে গ্রেফতার হয়েছে ৷ অবশ্য এখানকার পুলিশ নয়, অন্য রাজ্যের পুলিশ তাকে গ্রেফতার করেছে ৷ আগামীতে রাজ্যবাসীকে ভাবতে হবে, তাঁদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার কী রেখে যাচ্ছে ৷"

সোমবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রেণির জন্য উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে 10 শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে ৷ এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "কেন্দ্রীয় সরকার অনেক আগেই এই সংরক্ষণের কথা ঘোষণা করেছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত এই সংরক্ষণ চালু করেনি ৷ গতকাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী আমাকে জানিয়েছে, তাঁরা এই কোটায় নেট পরীক্ষায় পাশ করেছে ৷ কিন্তু রাজ্য সরকারের কোটা না থাকায় তাঁরা আবেদন করতে পারছেন না ৷ আগামীতে তাঁরা চাকরি পাবেন কিনা বুঝতে পারছেন না ৷ বিষয়টি রাজ্য সরকারের ভেবে দেখা উচিত ৷”

আরও পড়ুন: মমতার অনুষ্ঠানের জন্য বিক্ষোভে বাধা কেন ? প্রশ্ন বিজেপির

তবে রবিবার শিলিগুড়িতে পৃথক উত্তরবঙ্গ ভাবনার হোতা অনন্ত মহরাজের সঙ্গে বৈঠক করলেও এদিন সেই বিষয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি (Sukanta Majumdar meeting with Ananta Maharaj) ৷ উলটে এই ইস্যুতে আজ তিনি তৃণমূলের কোর্টে বল ঠেলে দিয়েছেন ৷ বলেছেন,“ক্যামেরার সামনে যে কোটি কোটি টাকা চুরি ধরা পড়েছে, তা থেকে মানুষের চোখ ঘোরানোর জন্য অনেক চেষ্টা চলছে ৷ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল করার মতো খবর ভাসিয়ে দেওয়া হচ্ছে ৷ এসব নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের কোনও কথা হয়নি ৷ আসলে দক্ষিণবঙ্গে তৃণমূলের যে ড্যামেজ হয়েছে, তা উদ্ধার করার জন্যই এসব করা হচ্ছে ৷ মানুষ সব বুঝতে পারছে ৷ তৃণমূলের প্রচুর লোক লাইন দিয়ে আছে ৷ তৃণমূলের বিধানসভা নির্বাচনের প্রার্থী, বিধায়ক, এমনকি বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া লোকজনও সেই দলে আছে ৷ কিন্তু আমরা পচা আলু নেব না ৷ জেলা ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই তাঁদের দলে নেওয়া হবে ৷"

একাধিক ইস্যুতে রাজ্যের সমালোচনায় সুকান্ত মজুমদার

সম্প্রতি তমলুকের নন্দকুমারে কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে বিজেপি-সিপিএমের অলিখিত জোট তৈরি হয়েছিল ৷ ওই ভোটে তৃণমূল খাতা খুলতে পারেনি ৷ এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, "কোনও ইস্যুতে কোথাও স্থানীয় স্তরে জোট হতেই পারে ৷ কারণ, এই ভোটগুলি প্রতীকে নয়, নামে হয় ৷ কিন্তু শুধু এক্ষেত্রে নয়, তৃণমূল এমন একাধিক নির্বাচনে হারছে ৷ নিরপেক্ষ ভোট হলে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ৷ তবে আমরা কোনও জোটে নেই ৷ নিজেদের প্রতীকেই আমরা লড়ব ৷" সম্প্রতি মালদায় এসে অনন্ত মহারাজকে গ্রেফতারির দাবি জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ অবশ্য বিজেপির রাজ্য সভাপতি তাঁর সেই দাবিকে গুরুত্ব দিতে রাজি নন ৷ তাঁর মন্তব্য, "অধীরবাবুর কথায় গুরুত্ব দিয়ে লাভ নেই ৷ এখানে কংগ্রেস বলেই কিছু নেই ৷"

Last Updated : Nov 7, 2022, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details