মালদা, 21 জানুয়ারি: জব কার্ড পাইয়ে দেওয়ার নামে স্থানীয় এক মহিলাকে কুপ্রস্তাব ৷ এমনই অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজারের বিরুদ্ধে৷ মহিলার অভিযোগ,ওই সুপারভাইজার তাঁকে শয্যাসঙ্গী হতে বলেছিলেন ৷ মহিলার জবানবন্দি সহ বিষয়টি জানানো হয় বিডিওকে ৷ অভিযোগের ভিত্তিতে ওই সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করেন তিনি ৷ সম্প্রতি ওই সুপারভাইজারকে ফের কাজে নিয়োগের অভিযোগ ওঠে ৷ এনিয়ে আজ বিজেপির বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷
আরও পড়ুন:মালদায় ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি পরিদর্শনে ডিভিশনাল কমিশনার
পঞ্চায়েত প্রধান সাজ্জাদ আলি বলেন, “ এক মহিলা সুপারভাইজারের বিরূদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রতিলিপি বিডিওকে দিয়েছিলাম। বিডিও সাহেব সেই অভিযোগের ভিত্তিতে সুপার ভাইজারকে সাসপেন্ড করেছিলেন। তদন্তের সাপেক্ষে বিডিও সাহেব ওই সুপারভাইজারকে পুনরায় কাজে বহাল করেছেন। যদিও এনিয়ে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।”
পঞ্চায়েতের বিরোধী দলনেতা সদাই মণ্ডল বলেন, “আজ আমরা পঞ্চায়েত প্রধান ও বিডিও সাহেবের দুর্নীতির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করছি।" এছাড়াও পঞ্চায়েতের বিরূদ্ধে কোটি কোটি টাকার নয়ছয়ের অভিযোগও তোলেন তিনি ৷
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পুলিশের সঙ্গে সঙ্গে আসেন পঞ্চায়েত প্রধানও ৷ যদিও তিনি টাকা নয়ছয়ের অভিযোগ অস্বীকার করেছেন ৷