মালদা, 6 ডিসেম্বর:প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি রুখতে রাজ্যের সঙ্গে মালদাতেও স্ক্রুটিনি শুরু হয়েছে ৷ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মীদের সেই কাজে নামানো হয়েছে ৷ এই দায়িত্ব দেওয়া হয়েছে আশাকর্মীদেরও ৷ যেহেতু তাঁরা নিজেদের কাজে গ্রামেগঞ্জে ঘুরে বেড়ান, তাঁরাই সরকারি আবাস যোজনার সঠিক তথ্য দিতে পারবেন বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু সেই কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে আশাকর্মীদের ৷ প্রতি মুহূর্তে হুমকি মিলছে ৷ তাই তাঁরা এই কাজ আর করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন (ASHA Worker threaten by Villagers) ৷ সেকথা মঙ্গলবার রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন ৷
এই প্রসঙ্গেই এক আশাকর্মী বেবি বেগম বলেন, "এই সার্ভেতে নেমে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি ৷ কিন্তু কোথাও মাটি কিংবা বাঁশের চাটাইয়ের বাড়ি দেখতে পাইনি ৷ সবার পাকা বাড়ি ৷ বাড়িতে রেফ্রিজারেটর, মোটরবাইক-সহ সবকিছুই রয়েছে ৷ অনেকের জমি জায়গাও রয়েছে ৷ অথচ তাঁরাই নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তা ৷ কিন্তু আমরা এসব লিখতে পারছি না ৷ উপভোক্তারা নিজেদের ইচ্ছেমতো আমাদের দিয়ে রিপোর্ট লিখিয়ে নিতে বাধ্য করছে ৷ এভাবে কাজ করা যায় না ৷ তাছাড়া আমাদের নিজেদের কাজে গ্রামেগঞ্জে যেতে হয় ৷ ফলে বিপদের আশঙ্কা থেকে যায় ৷ তাই আজ বিডিওকে বলতে এসেছি, আমরা আর এই কাজ করব না ৷”