পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিয়াচকে বাড়ির নিচে অস্ত্র কারখানা হদিশ, গ্রেপ্তার ব্য়ক্তি

বাড়ির নিচে অস্ত্র কারখানার হদিশ মালদার কালিয়াচকে। উদ্ধার পাইপ গান ও অস্ত্র তৈরির যাবতীয় সরঞ্জাম। গ্রেপ্তার এক ব্যক্তি।

অস্ত্র কারখানা

By

Published : May 29, 2020, 9:36 PM IST

মালদা, 29 মে: এবার অস্ত্র কারখানার হদিশ মিলল কালিয়াচকে ৷ গোপন সূত্রে খবর পেয়ে কারারি চাঁদপুরের পুতুয়াটুলি এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ । সেখান থেকে একটি পাইপগান ও অস্ত্র তৈরির যাবতীয় সরঞ্জাম উদ্ধার করা হয় ৷ গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে ৷ ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হলে তার পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

গোপন সূত্রে খবর পেয়ে কারারি চাঁদপুরের পুতুয়াটুলি এলাকায় হুমায়ুন শেখ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ ৷ তল্লাশি চালিয়ে সেই বাড়ির নিচ থেকে উদ্ধার হয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। উদ্ধার হয় একটি অত্যাধুনিক পাইপ গান। এছাড়াও 8 টি বিভিন্ন মাপের হ্যাকস ব্লেড, 6 টি বিভিন্ন ধরনের ফাইল, 2 টি কাটার, 13 টি ব্যারেল হোল্ডার, 2 টি হাতুড়ি, 15 টি বিভিন্ন মাপের ড্রিল বিট, 3 টি করে মেটাল শিট ও ছেনি উদ্ধার করে পুলিশ । একটি পাইপ গানের ব্যারেলও উদ্ধার করা হয় ৷ ঘটনায় বাড়ির মালিক হুমায়ন শেখকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি বাড়ির নিচের একটি ঘরে অস্ত্র তৈরির কাজ করত ৷ তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details