মালদা, 30 জুলাই : 100 দিনের কাজ প্রকল্পে শ্রমিকের তালিকায় পঞ্চায়েত প্রধানের নাম ৷ শুধু তাই নয়, এই প্রকল্পের কাজের টাকা ঢুকেছে তাঁর অ্যাকাউন্টেও । প্রধান শুভলক্ষ্মী গায়েন স্বীকার করেছেন ঘটনার কথা । তাঁর বক্তব্য, যান্ত্রিক গোলযোগে এমন ঘটনা ঘটেছে । এনিয়ে ষড়যন্ত্রের তত্ত্বও খাড়া করেছেন তিনি । গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী থেকে শুরু করে জেলাশাসকও । ঘটনাটি পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ।
মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 100 দিনের কাজ প্রকল্প নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে সাধারণ মানুষের । অভিযোগ, তারা চেয়েও কাজ পায় না । এনিয়ে কিছুদিন আগে পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয়রা । সেবারও BJP প্রধান শুভলক্ষ্মী গায়েন গোটা বিষয়টিকে বিরোধীদের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছিলেন । এবার তাঁর বিরুদ্ধে নিজের অ্যাকাউন্টে 100 দিনের কাজ প্রকল্পের টাকা জমা করার অভিযোগ এনেছেন পঞ্চায়েতের কংগ্রেস সদস্য চিত্তরঞ্জন মৃধা । তিনি জেলাশাসক সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় নিজের অভিযোগ জমা দিয়েছেন । চিত্তরঞ্জনবাবু বলেন, "মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বহু গরিব মানুষ 100 দিনের কাজ পাচ্ছে না । অথচ আমরা তদন্ত করে দেখেছি, পঞ্চায়েত প্রধান নিজের জব কার্ড অ্যাকাউন্টে সেই প্রকল্পের টাকা ঢোকাচ্ছেন । তাঁর স্বামী ও নিকটাত্মীয়দের অ্যাকাউন্টেও 100 দিনের কাজ প্রকল্পের টাকা ঢুকেছে । প্রধান এটা করতে পারেন না । আমরা চাই এই দুর্নীতি বন্ধ হোক । কারও নামে জব কার্ড থাকতেই পারে । কিন্তু যখন তিনি প্রধানের চেয়ারে আসীন, তখন তিনি জব কার্ড হোল্ডার হতে পারেন না । আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি এই কাজ করছেন । আমি এর বিরুদ্ধে BDO, জেলাশাসক সহ অনেক জায়গায় অভিযোগ দায়ের করেছি । আমি চাই, মুচিয়া পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক ।"