মালদা, 5 জুন:"মিড-ডে মিলের বরাদ্দ টাকা দিয়ে নিজের রাজনৈতিক কর্মসূচি পালন করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷" সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য ৷ এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের ন'বছরের সমস্ত প্রকল্প এবং উন্নয়নের কথা তুলে ধরেন, পাশাপাশি বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দাগেন ৷ তাঁর মন্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবার রাজ্যকে শেষ করে দিয়েছে ৷ এই সরকারকে সরাতে না-পারলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার ৷"
মহা জনজাগরণ কর্মসূচিতে দু'দিনের মালদা সফরে এসেছেন অমিত মালব্য ৷ সোমবার বিজেপির এই কেন্দ্রীয় নেতা শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ, আর্থিক বিকাশ-সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের গত ন'বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন ৷ তথ্য তুলে ধরে বারবার দাবি করেন, রাজ্য সরকার যে সব বঞ্চনার অভিযোগ তুলছে, তার কোনও ভিত্তি নেই ৷ বরং, রাজ্য সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিজেদের নামে চালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ তোলেন তিনি ৷