পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amit Slams Mamata: মিড-ডে মিলের টাকায় রাজনৈতিক কর্মসূচি করেন মমতা, কটাক্ষ অমিত মালব্যর - মিড ডে মিল

বাংলার মুখ্যমন্ত্রী মিড-ডে মিলের টাকায় রাজনৈতিক কর্মসূচি করেন ৷ মালদায় এসে বিস্ফোরক অমিত মালব্য ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 5, 2023, 7:36 PM IST

মিড ডে মিলের টাকায় রাজনৈতিক কর্মসূচি করেন মমতা

মালদা, 5 জুন:"মিড-ডে মিলের বরাদ্দ টাকা দিয়ে নিজের রাজনৈতিক কর্মসূচি পালন করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷" সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য ৷ এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের ন'বছরের সমস্ত প্রকল্প এবং উন্নয়নের কথা তুলে ধরেন, পাশাপাশি বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দাগেন ৷ তাঁর মন্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবার রাজ্যকে শেষ করে দিয়েছে ৷ এই সরকারকে সরাতে না-পারলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার ৷"

মহা জনজাগরণ কর্মসূচিতে দু'দিনের মালদা সফরে এসেছেন অমিত মালব্য ৷ সোমবার বিজেপির এই কেন্দ্রীয় নেতা শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ, আর্থিক বিকাশ-সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের গত ন'বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন ৷ তথ্য তুলে ধরে বারবার দাবি করেন, রাজ্য সরকার যে সব বঞ্চনার অভিযোগ তুলছে, তার কোনও ভিত্তি নেই ৷ বরং, রাজ্য সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিজেদের নামে চালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ তোলেন তিনি ৷

বিজেপির এই কেন্দ্রীয় নেতার দাবি, 100 দিনের কাজ প্রকল্পে এই রাজ্যে অনিয়ম ও ভ্রষ্টাচারের প্রচুর অভিযোগ রয়েছে ৷ এরপরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন অমিত মালব্য ৷ তিনি বলেন, "এই রাজ্যে মিড-ডে মিলের টাকা নিয়েও দুর্নীতি হয়েছে ৷ 16 লাখ ওভার মিড-ডে মিলের রিপোর্ট করা হয়েছে ৷ অথচ, প্রায় 100 কোটি টাকার ওভার রিপোর্ট করে বের করা হয়েছে ৷ ওই টাকা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কর্মসূচিতে খরচ হচ্ছে ৷ অডিটে এই বিষয়টিও সামনে এসেছে ৷

আরও পড়ুন:কুস্তিগীরদের পাশে দাঁড়ানোয় মমতাকে কড়া কটাক্ষ অমিতের

তিনি আরও বলেন, "ওই অডিট কমিটিতেও রাজ্যের প্রতিনিধিরা ছিলেন ৷ যে মুখ্যমন্ত্রী ছোট বাচ্চাদের খাবারের টাকা চুরি করে রাজনৈতিক কর্মসূচি পালন করেন, তিনি যে কোনও জায়গায় ভ্রষ্টাচার করতে পারেন ৷ যাঁর এক মন্ত্রীর ঘর থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়, সেই মুখ্যমন্ত্রী সব জায়গায় ভ্রষ্টাচার করতে পারেন ৷ যে মুখ্যমন্ত্রীর নিজের ভাইপো প্রতি 15 দিনে সিবিআই-ইডির জেরার মুখোমুখি হন, সেই মুখ্যমন্ত্রী যে কোনও স্তরে ভ্রষ্টাচার করতে পারেন ৷

ABOUT THE AUTHOR

...view details