মালদা, ২৬ মার্চ : কলের জল নেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে যুবতিকে মারধরের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। আক্রান্ত যুবতির নাম রূপালি বিবি (২০)। ঘটনাটি ঘটেছে মানিকচকের ধরমপুরের সালাবাদগঞ্জ গ্রামে। এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।
কলের জল নিয়ে বচসার জেরে যুবতিকে হাঁসুয়ার কোপ
জল ভরাকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি। এই ঘটনায় রূপালি বিবি নামে এক যুবতি আক্রান্ত হয়েছেন।
তিন বছর আগে শেখ আইজ়ুলের সঙ্গে রূপালি বিবির নিকাহ হয়। তাঁদের ২ বছরের এক ছেলে আছে। শেখ আইজ়ুলের বাড়িতে একটি জলের কল আছে। সেই কল থেকেই পরিবারের সবাই জল নেন। অভিযোগ, গতকাল সন্ধ্যায় রূপালি বিবি বাড়ির কলে জল নিতে গেলে তাঁকে বাধা দেয় ননদ সেবি খাতুন। প্রতিবাদ করায় শাশুড়ি তাবরুন বিবি, দেওর শেখ সইয়ুর সহ দুই ননদ সেবি খাতুন ও রেবি খাতুন হাঁসুয়া ও বাঁশ নিয়ে রূপালির উপর চড়াও হয়। হাঁসুয়ার কোপে তাঁর মাথায় গুরুতর চোট লাগে। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। গতরাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে রূপালি বিবি সেখানেই চিকিৎসাধীন।
রূপালি বিবির আম্মা মঞ্জুরা বেওয়া জানান, "আমার মেয়ে জল নিতে গেছিল। সেই সময় রূপালির ননদ জল নিতে দেবে না বলে তাঁকে ধাক্কা মারে। কিছুক্ষণ বচসার পর জামাই বাজারে চলে যায়। তারপর রূপালির শাশুড়ি হাঁসুয়া নিয়ে তাঁর মাথায় কোপ মারে। মেয়ের দেওর ও ননদরা বাঁশ দিয়ে তাঁকে মারধর করে।"