পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কিস্‌ ডে'তে মায়ের চুমু পেল না সদ্যোজাত, উদ্ধার ঝোপে

প্রতিদিনের মতো আজ সকালেও ঘুম ভেঙেছিল বুলবুলচণ্ডী সাহাপাড়ার ৷ ঘুম চোখে মানুষ বেরিয়ে এসেছিল রাস্তায় ৷ তখনই কয়েকজন শুনতে পায়, একটি ঝোপের ভিতর থেকে ভেসে আসছে সদ্যোজাতের কান্না ৷ কৌতুহলে ভর করে স্থানীয়রা এগিয়ে যান সেই ঝোপের দিকে ৷ দেখেন, ঝোপের ডালপালায় আটকে রয়েছে এক সদ্যোজাত কন্যা৷

newborn-daughter
প্রেম সপ্তাহে মায়ের ভালোবাসা থে সদ্যোজাত কন্যা,কে বঞ্চিত

By

Published : Feb 13, 2020, 9:36 PM IST

Updated : Feb 13, 2020, 10:43 PM IST

মালদা ,13 ফেব্রুয়ারি : প্রেম সপ্তাহে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হল এক সদ্যোজাত কন্যা ৷ কিস্‌ ডেতে মায়ের চুমু পেল না সে ৷ খোদ মা’ই যে তাকে পরিত্যাগ করেছে ! আজ সেই ঘটনার সাক্ষী থেকেছে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী এলাকা ৷ মা পরিত্যক্তা সেই সদ্যোজাত আপাতত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্নেহের পরশ খুঁজছে ৷

প্রতিদিনের মতো আজ সকালেও ঘুম ভেঙেছিল বুলবুলচণ্ডী সাহাপাড়ার ৷ ঘুম চোখে মানুষ বেরিয়ে এসেছিল রাস্তায় ৷ তখনই কয়েকজন শুনতে পায়, একটি ঝোপের ভিতর থেকে ভেসে আসছে সদ্যোজাতের কান্না ৷ কৌতুহলে ভর করে স্থানীয়রা এগিয়ে যান সেই ঝোপের দিকে ৷ দেখেন, ঝোপের ডালপালায় আটকে রয়েছে এক সদ্যোজাত কন্যা৷ মুহূর্তের মধ্যে সেই খবর চাউর হয়ে যায়৷ খবর পেয়ে সেখানে দৌড়ে আসেন হবিবপুর থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ার প্রসেনজিৎ পাল ৷ তিনিই খবর দেন থানায় ৷ ততক্ষণে তিনি ঝোপ থেকে কোলে তুলে নিয়েছেন ওই সদ্যোজাতকে ৷ এলাকার বাসিন্দাদের সঙ্গে দ্রুত ওই কন্যাসন্তানকে স্থানীয় আর এন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তিনি ৷ প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, সদ্যোজাত পুরোপুরি সুস্থ রয়েছে ৷ তবে দীর্ঘক্ষণ ঝোপের ভিতর থাকার জন্য তার পিঠের কিছু অংশ ছড়ে গিয়েছে ৷

এদিকে গোটা ঘটনায় সমাজের কালো দিকই উঠে আসছে স্থানীয়দের আলোচনায়৷ স্থানীয়রা মনে করছে, কন্যাসন্তান হওয়ার জন্যই ওই সদ্যোজাতকে পরিত্যাগ করেছেন মা৷ সবার ধারণা, আজ ভোরে কোনও এক সময় সবার অলক্ষ্যে ওই কন্যাসন্তানকে রেখে আসা হয়েছে ঝোপের ভিতর ৷ তবে সদ্যোজাতটি এলাকার কোনও মায়ের নয় বলেই জানা যাচ্ছে ৷ হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত মায়ের খোঁজ চলছে ৷ সদ্যোজাতকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় যত্নের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বর্তমানে মালদা মেডিকেলে মাতৃমা ভবনে রাখা হয়েছে তাকে

Last Updated : Feb 13, 2020, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details