পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

34 নং জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু দম্পতির

পথদুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির ৷ মালদায় 34 নং জাতীয় সড়কের উপর জয়ন্ত বর্মন নামে ওই ব্যক্তির স্কুটারে ধাক্কা মারে একটি লরি ৷ ঘটনায় জয়ন্ত বর্মন ও তাঁর স্ত্রী তনুশ্রী বর্মনের মৃত্যু হয়েছে ৷ তবে, তাঁদের সঙ্গে থাকা সাত বছরের মেয়ে প্রাণে বেঁচে গিয়েছে ৷

a couple dead in a road accident when a truck hit scooter from behind in malda
34 নং জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু দম্পতির

By

Published : Feb 25, 2021, 4:39 PM IST

মালদা, 25 ফেব্রুয়ারি : আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষক দম্পতির ৷ 34 নং জাতীয় সড়কের উপর ওই দম্পতিকে একটি লরি ধাক্কা মারে ৷ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার বুলবুলচণ্ডী মোড়ে ৷ ঘটনার পরেই লরি ফেলে রেখে পালিয়ে যায় চালক ৷ ঘটনাস্থল থেকে দেহ দু’টি উদ্ধারের পাশাপাশি লরিটিকে আটক করেছে মালদা থানার পুলিশ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম জয়ন্ত বর্মন বয়স 35 বছর ও তনুশ্রী বর্মন বয়স 27 বছর ৷ দু’জনেই শিক্ষকতা করতেন ৷ তাঁদের বাড়ি হবিবপুর ব্লকের কানতুর্কা গ্রাম পঞ্চায়েতের চকসুপুর গ্রামে ৷ কর্মস্থলে যাতায়াতের সুবিধার জন্য তাঁরা কয়েক বছর আগে মঙ্গলবাড়ি ঘোষপাড়ায় নিজেদের বাড়ি তৈরি করেন ৷ তাঁদের সাত বছরের এক মেয়ে রয়েছে ৷ এবার নির্বাচনের ডিউটি পড়েছে জয়ন্তবাবুর ৷ প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী আজ সকালে তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে আসেন ৷ দুপুরে স্ত্রী ও মেয়েকে স্কুটিতে চাপিয়ে মালদা শহরে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলেন ৷ তাঁর মাথায় হেলমেটও ছিল ৷ বুলবুলচণ্ডী মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে খানিকটা নিয়ন্ত্রণ হারান তিনি ৷ ঠিক সেই সময় পিছন থেকে একটি লরি তাঁর স্কুটিতে ধাক্কা মারে ৷ তাঁরা মাটিতে পড়ে গেলে ওই লরিটি জয়ন্তবাবু ও তনুশ্রীদেবীর শরীরের উপর দিয়ে চলে যায় ৷ তাঁদের মেয়ে খানিকটা দূরে ছিটকে পড়ায় সে প্রাণে বেঁচে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ন্তবাবুর ৷ ঘটনাস্থলের পাশেই ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তনুশ্রীদেবী ও দেতত্ত্বকে দ্রুত মালদা মেডিকেলে নিয়ে যান ৷ সেখানে তনুশ্রী বর্মনের মৃত্যু হয় ৷

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা লরির, নিহত 2

দুর্ঘটনার পর কিছুক্ষণ 34 নং জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয় ৷ স্থানীয়রা জাতীয় সড়কের উপর বিক্ষোভও দেখায় ৷ যদিও পুলিশি হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ এদিকে ঘটনাস্থলে লরি ফেলে পালিয়ে যায় চালক ৷ পুলিশ লরিটি আটক করে থানায় নিয়ে গিয়েছে ৷ পলাতক চালকের খোঁজ শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details