পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় বজ্রপাতে মৃত কিশোর সহ 4, আহত একাধিক

মালদার রতুয়ায় বজ্রাঘাতে 3 কৃষকের মৃত্যু হল ৷ অন্যদিকে চাঁচলে একই কারণে মৃত্যু হয়েছে কিষাণ দাস নামে এক কিশোরের ৷ গুরুতর আহত হন পাঁচজন ৷

মালদার বজ্রাঘাতে মৃত কিশোর সহ 4, আহত একাধিক

By

Published : Sep 22, 2019, 7:52 PM IST

Updated : Sep 22, 2019, 8:07 PM IST

মালদা, ২২ সেপ্টেম্বর : বজ্রপাতে মৃত্যু হল এক কিশোর সহ চারজনের । গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল ও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আরও আট জন । মালদার চাঁচল ও রতুয়ার ঘটনা ।

আজ দুপুরে রতুয়া ২ নম্বর ব্লকের পরাণপুরের ইদগাহ সংলগ্ন জমিতে কয়েকজন কৃষক জমিতে চাষ করছিলেন । হঠাৎ বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয় । বৃষ্টি থেকে বাঁচতে তাঁরা পাশেই একটি মাটির ঘরে আশ্রয় নেন । কিছুক্ষণের মধ্যেই সেখানে বজ্রপাত হয় । আহত হন কৃষকরা ৷ তাঁদের উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসান আলি (৩০), আনারুল হক (৩০) ও শেখ হোসেনকে (২৫) মৃত বলে ঘোষণা করা হয় । আশঙ্কাজনক অবস্থায় দুই কৃষককে রেফার করা হয় মালদা মেডিকেলে ।

স্থানীয় বাসিন্দা মহঃ আলিকুল আলম বলেন, "বজ্রপাতে ঘটনাস্থানেই একজনের মৃত্যু হয়েছে । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও দু'জনের মৃত্যু হয় । আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে মালদা মেডিকেলে রেফার করা হয়েছে ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এদিকে, চাঁচলের শ্রীরামপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক কিশোরের । নাম কিষাণ দাস (১৭) । আজ শ্রীরামপুরের একটি জমিতে কয়েকজন কৃষক চাষ করছিলেন । মুষলধারে বৃষ্টি শুরু হলে তাঁরা একটি মন্দিরে আশ্রয় নেন । হঠাৎ সেখানে বজ্রপাত হয় ৷ গুরুতর আহত হন পাঁচজন । আহতদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিষাণ দাস নামে এক কিশোরকে মৃত বলে ঘোষণা করা হয় । আশঙ্কাজনক অবস্থায় রহিম আলি ও শুক্রু মহম্মদকে মালদা মেডিকেলে রেফার করা হয়েছে ।

Last Updated : Sep 22, 2019, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details