মালদা, 23 অগাস্ট : ভুয়ো নথি তৈরি করে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার এক চক্রের সন্ধান পেল মালদা জেলা পুলিশ । আজ এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ । ধৃতদের পুলিশি হেপাজতের আবেদন করে আগামীকাল জেলা আদালতে তোলা হবে ।
চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র , গ্রেপ্তার 2
ভুয়ো নিয়োগপত্র নিয়ে মালদা মেডিকেলে কলেজে কাজে যোগদান করতে এলেই মেডিকেলের কর্তারা ধরে ফেলেন ওই যুবকের নিয়োগপত্র ভুয়ো । তদন্তে নেমে মোবাইল ট্র্যাক করে দুই যুবককে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ ।
মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকার বাসিন্দা রুহুল আক্তারের অভিযোগ, দুই যুবক তাঁকে এক লাখ টাকার বিনিময়ে স্বাস্থ্য দপ্তরে চতুর্থ শ্রেণির কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় । কথামতো কয়েকদিন আগে রুহুলের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেয় দুই অভিযুক্ত । গতকাল সেই নিয়োগপত্র নিয়ে মালদা মেডিকেলে কলেজে যোগদান করতে এলেই মেডিকেলের কর্তারা ধরে ফেলেন ওই যুবকের নিয়োগপত্র ভুয়ো । এরপরেই সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন রুহুল । তদন্তে নেমে মোবাইল ট্র্যাক করে ওই দুই যুবককে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ ।
জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, “এই ঘটনায় এখনও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের নাম সাদ্দাম হোসেন (30) ও রাজকুমার মণ্ডল (27) । সাদ্দামের বাড়ি ইংরেজবাজারে । রাজকুমার মানিকচক খয়ারটোলা গ্রামের বাসিন্দা । ধৃতরা এমন বহু যুবককে মালদা মেডিকেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে অনেক টাকা নিয়েছে বলে অভিযোগ । এরা ভুয়ো নিয়োগপত্র তৈরি করে বহু যুবকের হাতে তুলে দিয়েছে । ধৃতদের হেপাজত থেকে অনেক ভুয়ো নথিও উদ্ধার হয়েছে ।" ধৃতদের মোবাইল থেকে আরও তথ্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, কলকাতায় এদের কিছু লিংক রয়েছে । তদন্তের স্বার্থে এখনই সেই নাম প্রকাশ করা যাবে না বলেও জানান অলোক রাজোরিয়া । আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের পুলিশি হেপাজতের আবেদন করে আগামীকাল মালদা জেলা আদালতে তোলা হবে । জেলা পুলিশ সুপার বলেন, "এখনও পর্যন্ত ধৃতরা যে পরিমাণ টাকা নেওয়ার কথা স্বীকার করেছে তা খুব অল্প । আমাদের অনুমান সেই টাকার পরিমাণ 50 লাখ টাকা পর্যন্ত হতে পারে ।”