পথে নামতে চলেছে হলুদ ট্যাক্সি, ভাড়া বাড়তে পারে 30 শতাংশ - কোভিড-19
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে রাজ্য পরিবহন দপ্তর ধাপে ধাপে গণপরিবহন পথে নামানোর উদ্যোগ শুরু করেছে ।
কলকাতা, 14 মে: আগামী সপ্তাহ থেকে শহরের পথে নামতে পারে হলুদ মিটার ট্যাক্সি । ভাড়া বাড়তে পারে 30 শতাংশ । বৃহস্পতিবার পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্টের সঙ্গে ট্যাক্সি ও অটো সংগঠনগুলির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় ।
প্রোগ্রেসিভ মেনস ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শম্ভুনাথ দে বলেন, "শীঘ্রই পথে নামবে হলুদ ট্যাক্সি এবং অটো । সেই বিষয়ে সবরকম প্রস্তুতি নেওয়ার আর্জি জানিয়েছে PVD । তবে লকডাউনের জেরে স্কুল, কলেজ ও অফিস বন্ধ । তাই পথে নামলেই যে ভাড়া পাওয়া যাবে তেমনটা নয় । তাই আমরা পরিবহন দপ্তরেকে মিটারের উপর 30 শতাংশ বেশি ভাড়া দেওয়ার প্রস্তাব দিয়েছি । কোনও যাত্রীকে গন্তব্যে নামিয়ে ফেরার সময় যে আবার ভাড়া পাওয়া যাবে তেমনটাও নয় । সবদিক বিবেচনা করে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে ট্যাক্সি পরিষেবা দেওয়া সম্ভব হবে । তাই 30 শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে ।" তিনি আরও বলেন, "লকডাউনের কারণে বহু পরিবহন কর্মী নিজেদের বাড়ি চলে গেছেন । তাঁরা এখন ফিরতে পারবেন না । তাই কর্মীর অভাবে কত সংখ্যক ট্যাক্সি পথে নামানো যাবে সেই বিষয়টিও বিবেচনা করা হচ্ছে ।"
AITUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেশন কমিটির সদস্য সংখ্যা প্রায় 4000-এর কাছাকাছি । সেই সংগঠনের সাধারণ সম্পাদক নওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, "পথে ট্যাক্সি নামালে যাতে সারাদিনের জ্বালানি খরচ তোলা যায় সেই কথা মাথায় রেখে আমরাও মিটারের ভাড়ার উপর 30 শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছি ।" ট্যাক্সি সংগঠনগুলি 30 শতাংশ ভাড়া বাড়ানোর কথা বললেও পরিবহন দপ্তরের পক্ষ থেকে তাদের 20 -25 শতাংশ ভাড়া বাড়ানোর অনুরোধ করা হয়েছে ।
বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল কুমার গুহ বলেন, "আজকের বৈঠকে আমাদের সংগঠনের তরফে ভাড়া বাড়ানোর পক্ষে কোনও প্রস্তাব দেওয়া হয়নি । কারণ আমরা মনে করি, এই দুঃসময়ের মধ্যে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের প্রধান কর্তব্য । তাই ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনওরকম আলোচনা এখন যথাযথ বলে মনে করি না । তবে ভাড়া বাড়ানোর বিষয়ে অন্যান্য সংগঠনের সঙ্গে আলোচনা করে তারা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা সম্মত হয়েছি ।" তিনি আরও বলেন, "PVD র তরফে জানানো হয়েছে, লকডাউনের ফলে যেসব ট্যাক্সির CF ও রোড ট্যাক্স সহ অন্যান্য কর জমা করা হয়নি সেগুলির সময়সীমা বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়েছে । ফাইন মকুব করা হয়েছে । প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে ।"