কলকাতা, 17 জুলাই: বেঙ্গালুরুতে আজ, সোমবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির দ্বিতীয় বৈঠক ৷ তার পর সমস্ত দলের নেতানেত্রীদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সেই নৈশভোজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি ৷ মমতা অবশ্য আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই নৈশভোজে তিনি থাকবেন না । সেখানে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন ।
কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কংগ্রেস চাইছে নৈশভোজে থাকুন মমতা । নৈশভোজে মমতা ও সোনিয়া গান্ধি এক মঞ্চে থাকা বিরোধী জোটের জন্য গুরুত্বপূর্ণ ৷ যদিও এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নৈশভোজ নিয়ে সিদ্ধান্ত বদল করেননি । কারণ, পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে আহত হওয়ার পর তৃণমূল সুপ্রিমোকে বেশ কিছু বিধিনিষেধের মধ্যে থাকতে হচ্ছে । সেই কারণেই নৈশভোজকে এড়িয়ে যেতে চেয়েছিলেন তিনি ।
প্রসঙ্গত, আগামী বছর লোকসভা নির্বাচন ৷ তার আগে বিজেপি বিরোধী দলগুলি একজোট হওয়ার চেষ্টা করছে ৷ ইতিমধ্যে গত মাসে বিহারের পটনায় বিরোধী জোটের প্রথম বৈঠক হয় ৷ সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ৷ কংগ্রেসের তরফে সেখানে রাহুল গান্ধি ও দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন ৷ তবে এবার রাহুলের সঙ্গে থাকবেন সোনিয়াও ৷