পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lakshmir Bhandar: আরও 'মমতাময়ী' মুখ্যমন্ত্রী, বিধবারাও এবার লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় - WB Government

এতদিন বিধবা ভাতা প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন না। এবার তাদেরকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হল (Widows are included into the Lakshmir Bhandar scheme)। পঞ্চায়েত নির্বাচনের আগে মহিলাদের ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷

Lakshmir Bhandar
বিধবারাও এবার লক্ষীর ভাণ্ডারের আওতায়

By

Published : Nov 2, 2022, 9:55 PM IST

কলকাতা, 2 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ঘোষণা রাজ্য সরকারের (WB Government) ৷ বিধবা ভাতা প্রাপকদের অ্যাকাউন্টেও এবার ঢুকবে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা (Widows are included into the Lakshmir Bhandar scheme)। এতদিন বিধবা ভাতা প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন না। এবার তাদেরকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হল। পঞ্চায়েত নির্বাচনের আগে মহিলাদের ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় নবান্নে (Nabanna)। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সমস্ত দফতরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সেখানেই মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন যে, এবার বিধবা ভাতা প্রাপকদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব সাদরে গ্রহণ করে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা ৷ ফলে এতদিন যাবৎ প্রত্যেক মাসে ভাতা-বাবদ বিধবারা যে হাজার টাকা পেতেন তার সঙ্গে এবার যোগ হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ ৷ নয়া সিদ্ধান্ত প্রসঙ্গে রাজ্যের নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত সমাজের অসহায় বিধবাদের কাজে আসবে। একদম সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন:গুজরাতে সেতু বিপর্যয়ের তদন্তে সুপ্রিম কোর্টের নজরদারিতে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি মমতার

উল্লেখ্য, প্রকল্প চালু কারার সময় রাজ্য সরকার জানিয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডারের বয়স সীমাবদ্ধ 25-60 বছরের মধ্যে। যাঁরা স্থায়ী সরকারি এবং বেসরকারি চাকরি করেন এবং পেনশন পান তাঁরা ব্যতীত প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। ফলে নতুন এই ব্যবস্থায় বহু মহিলা উপকৃত হবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহলও। বুধবার মন্ত্রিসভার বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে আরও 261 টি নতুন পদ সৃষ্টি করা হবে। যার ফলে সরকারি চাকরিতে আরও 261 জন নিয়োগ হবেন।

ABOUT THE AUTHOR

...view details