পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নীরব কেন ? জওয়ানদের মৃত্যুতে প্রধানমন্ত্রীকে প্রশ্ন প্রদেশ কংগ্রেসের

রাহুল গান্ধির নির্দেশে আজ তাঁর জন্মদিন উপলক্ষে দলের সদস্যরা কোনও অনুষ্ঠান করেননি । জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দপ্তরেও আজ শোকপালন করা হয় ।

congress
congress

By

Published : Jun 20, 2020, 4:38 AM IST

কলকাতা, 19জুন : প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর । ভারতীয় জওয়ানদের মৃত্যু নিয়ে এখনও প্রধানমন্ত্রী নীরব বলে অভিযোগ করেন তিনি । নির্দেশ অনুযায়ী রাহুল গান্ধির জন্মদিনে কোনও উদযাপন হয়নি প্রদেশ কংগ্রেস দপ্তরে । অনুষ্ঠান বন্ধ রাখা হয় । কিন্তু জওয়ানদের মৃত্যুতে প্রধানমন্ত্রী চুপ কেন সেই প্রশ্নও ওঠে কংগ্রেসের তরফে ।

রাহুল গান্ধির নির্দেশে প্রদেশ কংগ্রেসের সদস্যরা কোনও উদযাপন করেননি । শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে এবং কোরোনা সংকটে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দপ্তরেও আজ শোক পালন হয় ।

কংগ্রেসের চিরাচরিত প্রথা অনুযায়ী গান্ধি পরিবারের প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি, সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির জন্মদিন সাড়ম্বরে পালিত হয় । প্রতিবার রাহুল গান্ধির জন্মদিনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দপ্তরে উদযাপন করা হয় । পরিস্থিতির প্রেক্ষিতে এই বছর রীতি ভেঙে শোক দিবস পালন করা হল । অবশ্যই তা রাহুল গান্ধির নির্দেশে ।

প্রদেশ কংগ্রেস দপ্তরের তরফে জানানো হয়, COVID-19 এবং আমফানের বিপর্যয়ের মধ্যে এই দিনে কংগ্রেস কর্মীরা কোনওরকম আনন্দ অনুষ্ঠান করবেন না । সেই সঙ্গে গালওয়ান সীমান্তে চিনের বর্বরতা প্রাণ কেড়েছে দেশের 20জন বীর জওয়ানের । রাহুল গান্ধি নিজেও তাঁর জন্মদিনের সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন ।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সমগ্র বাংলায় এই দিনটিতে দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন কর্মীদের । প্রতিটি জেলায় এবং ব্লকস্তরে একইভাবে এই দিনটি পালন করা হবে ।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "ভারতীয় জওয়ানরা শহিদ হলেন । এখনও প্রধানমন্ত্রী কিছু বললেন না । যাঁরা দেশরক্ষায় প্রাণ দিলেন সেই শহিদদের কোনও মর্যাদা দিল না ভারত সরকার । শহিদদের পরিবারের সদস্যরা বদলার দাবি তুললেন । প্রধানমন্ত্রী নীরব কেন ? পাকিস্তানের সার্জিকাল স্ট্রাইকের মতো এক্ষেত্রেও তিনি ভাওতাবাজি করবেন । এই ভাওতাবাজির বিরুদ্ধে আমরা । কোনও রাজনীতি করতে চাই না । প্রতিপক্ষের আক্রমণের যোগ্য জবাব দিতে হবে । আজ সর্বদল বৈঠকের দাবি প্রথম তুলেছিল কংগ্রেস । সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি চান, কী ঘটেছে তা তুলে ধরা হোক মানুষের কাছে ।"

ABOUT THE AUTHOR

...view details