কলকাতা, 7 সেপ্টেম্বর : পেরিয়ে গেছে এক মাস । কে হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি, তা নিয়ে জল্পনা তুঙ্গে । কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের একটি চিঠি ঘিরে জল্পনা আরও ঘনীভূত হয়েছে । গত মাসের 25 তারিখে আবদুল মান্নান কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধির কাছে একটি চিঠি দিয়েছেন । সেই চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরির নাম প্রস্তাব করেছেন তিনি । এর আগে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান অধীর চৌধুরির পাশাপাশি আরও দুই, তিনজনের নাম প্রস্তাব করেছিলেন । সেখানে মুর্শিদাবাদের বিধায়ক ফিরোজ়া বেগমের নামের পাশাপাশি ছিল পুরুলিয়ার নেপাল মাহাত, হাওড়া আমতার অসিত মিত্র এবং উত্তরবঙ্গের শংকর মালাকারের নাম । গতমাসের চিঠিতে কেবলমাত্র অধীর চৌধুরির নাম প্রস্তাব করায় ক্ষোভ সৃষ্টি হয়েছে কংগ্রেস বিধায়কদের মধ্যে ।
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র প্রয়াত হয়েছেন একমাস পেরিয়ে গেছে । তারপর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করেনি AICC । ইতিমধ্যেই একাধিক কংগ্রেস বিধায়ক এবং নেতার নাম সামনে এসেছে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে । অধীররঞ্জন চৌধুরির নাম উঠে এলেও অনেকেই আবার প্রশ্ন তুলছেন, লোকসভায় কংগ্রেসের দলনেতা তিনি । তিনি কি আদৌ সময় পাবেন, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ সামলানোর জন্য ?