পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

37 দিন পার, কে হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ? দোলাচলে রাজ্য নেতৃত্ব - pradesh congress chairman

প্রদেশ কংগ্রেস সভাপতির চেয়ার এখনও খালি । এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি AICC। শোনা যাচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা নাকি অধীর চৌধুরির নাম প্রস্তাব করে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস হাই কম্যান্ডের কাছে ।

ছবি
ছবি

By

Published : Sep 7, 2020, 2:22 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : পেরিয়ে গেছে এক মাস । কে হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি, তা নিয়ে জল্পনা তুঙ্গে । কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের একটি চিঠি ঘিরে জল্পনা আরও ঘনীভূত হয়েছে । গত মাসের 25 তারিখে আবদুল মান্নান কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধির কাছে একটি চিঠি দিয়েছেন । সেই চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরির নাম প্রস্তাব করেছেন তিনি । এর আগে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান অধীর চৌধুরির পাশাপাশি আরও দুই, তিনজনের নাম প্রস্তাব করেছিলেন । সেখানে মুর্শিদাবাদের বিধায়ক ফিরোজ়া বেগমের নামের পাশাপাশি ছিল পুরুলিয়ার নেপাল মাহাত, হাওড়া আমতার অসিত মিত্র এবং উত্তরবঙ্গের শংকর মালাকারের নাম । গতমাসের চিঠিতে কেবলমাত্র অধীর চৌধুরির নাম প্রস্তাব করায় ক্ষোভ সৃষ্টি হয়েছে কংগ্রেস বিধায়কদের মধ্যে ।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র প্রয়াত হয়েছেন একমাস পেরিয়ে গেছে । তারপর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করেনি AICC । ইতিমধ্যেই একাধিক কংগ্রেস বিধায়ক এবং নেতার নাম সামনে এসেছে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে । অধীররঞ্জন চৌধুরির নাম উঠে এলেও অনেকেই আবার প্রশ্ন তুলছেন, লোকসভায় কংগ্রেসের দলনেতা তিনি । তিনি কি আদৌ সময় পাবেন, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ সামলানোর জন্য ?

সূত্রের খবর, পুরুলিয়ার কয়েকজন কংগ্রেস বিধায়ক ভাবছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি পদে তাঁদের নাম ঘোষণা করতে পারে AICC । দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হওয়ার পর কিছুটা হলেও বিলম্বিত হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণার প্রস্তুতি ।

কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করতে অধীররঞ্জন চৌধুরি প্রদেশ কংগ্রেস সভাপতি করা দরকার । মনে করছেন রাজ্যের বিরোধী দলনেতা । কট্টর তৃণমূল বিরোধী অধীর চৌধুরি বামফ্রন্টের সঙ্গে সমঝোতায় কিছুটা হলেও স্বাচ্ছন্দ বোধ করবেন, মনে করছেন আবদুল মান্নান । সেই কারণেই তিনি সোনিয়া গান্ধির কাছে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীররঞ্জন চৌধুরির নাম প্রস্তাব করেছেন ।

প্রদেশ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতৃত্ব আবার বলছেন, অধীর চৌধুরিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে হাইকমান্ডের কাছে প্রস্তাব পাঠানোর মধ্যে রাজ্যসভায় কংগ্রেস সাংসদ হিসেবে আবদুল মান্নানের যাওয়ার পথ প্রশস্ত করছেন স্বয়ং বিরোধী দলনেতা ।

ABOUT THE AUTHOR

...view details