কলকাতা, 8 মে : ভোট পরবর্তী অঙ্ক নিয়ে অবশেষে বৈঠকে বসতে চলেছেন চন্দ্রবাবু নাইডু ও মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, প্রধানমন্ত্রীর মুখ কে হবেন তা নিয়ে আলোচনা করবেন তাঁরা । বৃহস্পতিবার খড়গপুরে হতে পারে বিশেষ এই বৈঠক । যদিও তার আগেই তৃণমূল প্রার্থীর সমর্থনে জেলার প্রচার কর্মসূচীতে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ ভারতের এই জনপ্রিয় নেতা ।
সম্প্রতি শেষ হল পঞ্চম দফার নির্বাচন । বিরোধীদের মতে এই নির্বাচন ফলাফলের পর আর ক্ষমতায় ফিরবে না নরেন্দ্র মোদি । এই ভাবনাকে সামনে রেখেই BJP বিরোধী রাজনৈতিক দলগুলি ভোটের ফলাফল কী হতে পারে তা নিয়ে শুরু করেছে চুলচেরা বিশ্লেষণ । সেরকমই একটি BJP বিরোধী জোট তথা ইউনাইটেড ইন্ডিয়ার প্রধান দুই মুখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু । তাদের মধ্যেই হতে চলেছে এই বৈঠক । জানা গেছে, আঞ্চলিক দলগুলির সম্ভাবনা তৈরি হলে ইউনাইটেড ইন্ডিয়ার তরফ থেকে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা হতে পারে । যদিও বিশেষ বৈঠকের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে বেশ কয়েকটি কেন্দ্রে ভোট প্রচারে নামবেন চন্দ্রবাবু । আজ হলদিয়া ও লালগড়ের প্রচার সভায় যোগ দেবেন তিনি ।