পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোমেন মিত্র-র পর প্রদেশ কংগ্রেসের রাশ কার হাতে ?

প্রদেশে কংগ্রসের পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC ৷ কিন্তু, তার আগেই প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ৷

who will be the next state  president of  Congress
সোমেন মিত্র-র পর প্রদেশ কংগ্রেসের রাশ কার হাতে ?

By

Published : Aug 2, 2020, 8:31 AM IST

Updated : Aug 2, 2020, 9:05 AM IST

কলকাতা, 2 অগাস্ট : সোমেন মিত্রর পর পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন ? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। উঠে আসছে একাধিক নাম। যদিও সভাপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC ৷

এদিকে সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন তা নিয়ে রাজ্যে দু'টি ভিন্ন মত উঠে আসছে। সোমেনপন্থী গোষ্ঠী চাইছেন, পরবর্তী সভাপতি হোক সাংসদ প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নান বা অধীর চৌধুরির মধ্যে কেউ একজন ৷ কিন্তু অপর গোষ্ঠীর দাবি, প্রদীপ ভট্টাচার্যকে প্রদেশ কংগ্রেস সভাপতি করলে দলের "অকাল মৃত্যু" হবে ৷ শারীরিক ও বয়সজনিত কারণে তাঁর পক্ষে সভাপতির দায়িত্ব নেওয়া কতটা ঠিক হবে তা নিয়ে সংশয় রয়েছে প্রদেশ কংগ্রেসের একটি শিবিরের । রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ইতিমধ্যে বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন বিধানসভায় । লোকসভায় বৃহত্তর দায়িত্ব সামলাচ্ছেন অধীর চৌধুরি । এই অবস্থায় এঁদের বাদ দিয়েই সভাপতি নির্বাচন করা উচিত বলে মনে করছে একাংশ ৷

এক্ষেত্রে উঠে আসছে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতর নাম ৷ উঠে আসছে কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদের নামও ৷ পুরুলিয়া জেলায় আদিবাসীদের নেতৃত্ব দেন নেপাল মাহাত ৷ তাঁকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হলে কংগ্রেসের ভোট ব্যাঙ্ক আরও সমৃদ্ধ হবে ৷ এমনটা মনে করছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ প্রদেশ সভাপতির পদে কংগ্রেস বিধায়ক আবু হাসেম খান চৌধুরির নাম নিয়েও শুরু হয়েছে জল্পনা ৷ কিন্তু, শারীরিক কারণে তিনি কতটা সফলভাবে এই দায়িত্ব পালনে তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷

অন্যদিকে বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষের নাম নিয়েও জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ সোমেন-বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত অরুণাভ ঘোষ ৷ এছাড়াও সোশাল মিডিয়ায় উঠে এসেছে দীপা দাশমুন্সি, বহরমপুরের কংগ্রেস বিধায়ক ও বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর নামও ৷

এপ্রসঙ্গে AICC-এর সম্পাদক বি পি সিং বলেন, "সোমেন মিত্রের প্রয়াণে আগামী সাতদিন সব রকমের কর্মসূচি বন্ধ থাকবে ৷ দলগত কোনও কর্মসূচি পালিত হবে না ৷ রাজ্যের সমস্ত জায়গায় কংগ্রেস পার্টি অফিসে পতাকা অর্ধনমিত রাখা হবে ৷ এই অবস্থায় পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না ৷"

Last Updated : Aug 2, 2020, 9:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details