পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengaluru Opposition Meet: বিরোধী জোটের নয়া নাম কী ? ডেরেকের 'ইন্ডিয়া' টুইটে জল্পনা

মঙ্গলবার দুপুরে তৃণমূল কংগ্রেস জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, 'চক দে! ইন্ডিয়া' ৷ তাঁর এই টুইট বিরোধী জোটের নাম জল্পনা আরও বাড়িয়েছে ৷

ETV Bharat
বিরোধী জোট বৈঠক

By

Published : Jul 18, 2023, 3:22 PM IST

Updated : Jul 18, 2023, 3:57 PM IST

কলকাতা, 18 জুলাই:এবার বিজেপির লড়াই দেশের সঙ্গে । দেশ বাঁচানোর জন্য জোট । তাই এবার আর ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালাইন্স বা ইন্ডিয়া নয়। বরং বিজেপি বিরোধী নতুন জোটের নাম হতে চলেছে দেশের নামেই। 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা 'ইন্ডিয়া' । মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির চলতি বৈঠকের মাঝে প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে ৷

মঙ্গলবার তৃণমূল কংগ্রেস জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েনের টুইটে এই নাম জল্পনা আরও বেড়েছে । বৈঠকের মাঝে এদিন ডেরেক টুইট করে জানান 'চক দে! ইন্ডিয়া' ৷ এই ইন্ডিয়া কি তবে নতুন বিরোধী রাজনৈতিক দলের জোটের নাম। বাড়ছে জল্পনা। বিকেল চারটের সময় অনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন রয়েছে। সেই সাংবাদিক সম্মেলন থেকে জোটের নাম সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা হতে পারে ।

তৃণমূলের ডেরেকের পাশাপাশি 'ইন্ডিয়া' নাম লিখে টুইট করেছেন শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদীও ৷ সেখানে লেখা,"তাহলে 2024 এ হবে টিম ইন্ডিয়া বনাম টিম এনডিএ ৷ চক দে, ইন্ডিয়া !"

মনে করা হচ্ছে বিরোধী জোটের এই নাম গঠনে প্রত্যেকটি শব্দই ভাবনা চিন্তা করে নেওয়া হয়েছে । বিরোধীদের বারবরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে কিছু বললে দেশবিরোধী তকমা জুড়ে দেওয়া হয় । তাই প্রথম থেকেই ইউপিএ এই নামটি পরিবর্তনের পক্ষে ছিল একাধিক বিরোধী রাজনৈতিক দল । সেখান থেকে নতুন নাম ভাবতে গিয়ে যতদূর জানা যাচ্ছে প্রত্যেকটি শব্দই ভাবনা-চিন্তা করে নেওয়া হয়েছে ৷ যেমন বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ভাবনা তুলে ধরতে 'ইনক্লুসিভ' শব্দটি রাখা হয়েছে । বিজেপির বিরুদ্ধে গণতন্ত্র ফেরাতে লড়াই চলছে তা বোঝাতে 'ডেমোক্রেটিক' শব্দটি রাখা হয়েছে । বিরোধী রাজনৈতিক দলের নেতারা মনে করছেন জোটের নামের সঙ্গে 'ইন্ডিয়া' নামটি যুক্ত থাকায় প্রচারে সাধারণ মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই নামকরণ ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদের জন্য আগ্রহী নয় কংগ্রেস, বেঙ্গালুরুর বৈঠকে জোট-বার্তা খাড়গের

যদিও তৃণমূল সূত্র থেকে এমনটাও জানা যাচ্ছে, ইন্ডিয়া নামটিতে আপত্তি নেই বাংলার শাসক দলের । তবে যেহেতু বিজেপি জোটের নামেও ন্যাশনাল ডেমোক্রেটিক শব্দটি যুক্ত রয়েছে । তাই ন্যাশনাল এবং ডেমোক্রেটিক শব্দের বদলে অন্য কোনও শব্দ ব্যবহার করা যায় কি না তা নিয়েও ভাবনা-চিন্তা চলছে ।

Last Updated : Jul 18, 2023, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details