পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কী বললেন ম্যাথু

নারদ কাণ্ডের গ্রেফতারিতে স্বয়ং নারদকর্তা ম্যাথু জানালেন, "দীর্ঘদিন অপেক্ষার পর এটার বিচার হল ৷ আমি 2016 সালে এই বিষয়টি জনগণের সামনে নিয়ে আসি ৷ অবশেষে আমি ফল পেলাম ৷"

নারদ কাণ্ডে মন্ত্রীদের গ্রেফতারিতে কী বললেন ম্যাথু
নারদ কাণ্ডে মন্ত্রীদের গ্রেফতারিতে কী বললেন ম্যাথু

By

Published : May 17, 2021, 12:40 PM IST

Updated : May 17, 2021, 1:26 PM IST

কলকাতা, 17 মে : আমি জানতে পেরেছি নারদা কাণ্ডে তৃণমূলের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ববি হাকিম গ্রেফতার হয়েছেন ৷ দীর্ঘদিন অপেক্ষার পর এটার বিচার হল ৷ নারদ কাণ্ডে গ্রেফতারি নিয়ে বললেন ম্যাথু স্যামুয়েল ৷

মন্ত্রীদের গ্রেফতারির খবর পেয়ে ম্যাথু বলেন, "আমি 2016 সালে এই বিষয়টি জনগণের সামনে নিয়ে আসি ৷ অবশেষে আমি ফল পেলাম ৷ আমি এই বিষয়ে সবাইকে বলেছিলাম আমি অপেক্ষা করার জন্য তৈরি আছি ৷ এর ফলাফল দেখার জন্য তৈরি আছি ৷ কিন্তু এটার জন্য সময় লেগে গেল ৷ এটা আসলে দুর্নীতির বিরুদ্ধে একটা লড়াই ৷ অবশেষে তাঁরা গ্রেফতার হয়েছেন এবং অন্য দুজন শীর্ষ বিধায়কও গ্রেফতার হয়েছেন ৷"

তবে একটা বিষয়ে ম্যাথু সন্তোষপ্রকাশ করে বলেন , এই ঘটনায় কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না ৷ তিনিও তো আমার থেকে টাকা নিয়েছিলেন এবং এটা রেকর্ডেড ছিল ৷ কিন্তু কি হল তাঁর সঙ্গে ? বিচারপ্রক্রিয়া সবার জন্য একই হওয়া উচিত ৷

কী বললেন ম্যাথু , শুনে নিন

আরও পড়ুন :লাইভ : করোনা আবহে গ্রেফতার করা কি উচিত হয়েছে সিবিআইয়ের ? প্রশ্ন অধীরের

প্রসঙ্গত, আজ সকালে নারদ কাণ্ডে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম সহ পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা ৷ গ্রেফতারি প্রসঙ্গে সিবিআই আধিকারিকরা জানান, নারদা স্টিং অপারেশন কাণ্ডের যে ভয়েস স্যাম্পেল সংগ্রহ করা হয়েছিল সেটি পরীক্ষা করার পর এইভয়েস স্যাম্পলের সঙ্গে জড়িত চারজনের কণ্ঠস্বর হুবহু মিলে যায় । তার ফলেই এই চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ এই মর্মে একটি বিশেষ রিপোর্ট চার্জশিটের সঙ্গে আদালতে পেশ করা হবে বলে সিবিআই সূত্রে খবর ।

Last Updated : May 17, 2021, 1:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details