কলকাতা, 23 ডিসেম্বর : ঠান্ডায় কাবু বঙ্গবাসী ৷ ঠিক বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ায় খুশিতে মেতেছিলেন শীতপ্রেমীরা ৷ তবে এই 'সুখ' ক্ষণিকের ৷ ক্রিসমাসের আনন্দে মেতে ওঠার আগেই শীতের মারকাটারি ইনিংসে ছেদ পড়তে চলেছে ৷ আজ থেকেই বাড়ছে তাপমাত্রা (West Bengal Weather Update ) ৷
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শীতের আমেজ মেখে বড়দিন এবং নতুন বছরের আগমনীতে যারা মেতে ওঠার নীল নকশা সাজাচ্ছিলেন তাঁদের মন খারাপ হওয়ার কথা । লক্ষ্মীবারে নগর কলকাতার প্রশাসক ঠিক করার বৈঠকে বসবে শাসকদল । শীতলতম আবহাওয়ার মধ্যে নির্বাচন সংঘটিত হলেও মহানাগরিক নির্বাচন হবে তুলনায় উষ্ণতম দিনে । বৃহস্পতিবার কুয়াশা মাখা ভোরের পরে থাকবে রোদ ঝলমলে আকাশ । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি এবং 13 ডিগ্রির আশপাশে থাকবে । হাওয়া অফিস জানিয়েছে, গত সাত দিন তাপমাত্রার পারদ পাল্লা দিয়ে নিম্নমুখী হয়েছিল । কিন্তু আজ থেকে তা আর হবে না ।