কলকাতা, 1 এপ্রিল :উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের প্রাপ্তি আপাতত খটখটে গরম । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস দাবদাহে পুড়তে থাকা বঙ্গে হাসি ফোটাতে পারছে না । বিশেষ করে দক্ষিণবঙ্গে তো নয়ই । আলিপুর হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, গত দশ বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাস 'ঠান্ডা' । তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়নি । তাই তাপমাত্রা স্বাভাবিক বলেই মনে করছে হাওয়া অফিস (West Bengal Weather Update)।
হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "দু তিনদিন ধরে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে । আগামী চার থেকে পাঁচদিন উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে । পাশাপাশি নিচের তিন জেলা দুই দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । সকালে আংশিক মেঘলা আকাশ এবং দিনভর শুষ্ক আবহাত্তয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে । বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকেলের দিকে হাওয়া থাকবে । অন্যদিকে, বাংলাদেশ লাগোয়া তিনটি জেলা নদিয়া, মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূমে হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে ।"