পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : এপ্রিলে কি দক্ষিণবঙ্গ জুড়ে স্বস্তির বৃষ্টি ? হাওয়া অফিস বলছে... - দক্ষিণবঙ্গে গরম তার দাপট আরও শক্তিশালী করবে

কড়া রোদে, ভ্যাপসা অস্বস্তিকর গরম এখনও বজায় থাকবে বঙ্গে ৷ হাওয়া অফিস বলছে, আগামী চার থেকে পাঁচদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে গরম তার দাপট ধরে রাখবে ৷ এপ্রিলেও যে বৃষ্টি হবে তার ছবিটা সেভাবে উজ্জ্বল নয় ৷ এত গরমে কৃষিকাজে জলের জোগানের অভাব হতে পারে তাই চাষের উপর প্রভাব পড়বে (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
গরম তার দাপট আরও শক্তিশালী করবে

By

Published : Apr 1, 2022, 7:22 AM IST

কলকাতা, 1 এপ্রিল :উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের প্রাপ্তি আপাতত খটখটে গরম । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস দাবদাহে পুড়তে থাকা বঙ্গে হাসি ফোটাতে পারছে না । বিশেষ করে দক্ষিণবঙ্গে তো নয়ই । আলিপুর হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, গত দশ বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাস 'ঠান্ডা' । তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়নি । তাই তাপমাত্রা স্বাভাবিক বলেই মনে করছে হাওয়া অফিস (West Bengal Weather Update)।

হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "দু তিনদিন ধরে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে । আগামী চার থেকে পাঁচদিন উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে । পাশাপাশি নিচের তিন জেলা দুই দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । সকালে আংশিক মেঘলা আকাশ এবং দিনভর শুষ্ক আবহাত্তয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে । বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকেলের দিকে হাওয়া থাকবে । অন্যদিকে, বাংলাদেশ লাগোয়া তিনটি জেলা নদিয়া, মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূমে হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে ।"

এপ্রিলে কি মিলবে গরম থেকে স্বস্তি ?

হাওয়া অফিসের উপ অধিকর্তা আরও জানিয়েছেন, এপ্রিলে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে কম থাকবে বলে মনে করা হচ্ছে । বৃষ্টির ক্ষেত্রে উত্তরবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে । সেখানে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ মিশ্র । পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হবে, দক্ষিণ পূর্বাঞ্চলে একটু কম বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে । গত একমাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি । এপ্রিলেও বৃষ্টির ছবিটা সেভাবে উজ্জ্বল হওয়ার সম্ভাবনা নেই। এর ফলে চাষের উপর প্রভাব পড়বে । বিশেষ করে ধান এবং সবজি চাষে জলের জোগানের অভাব হতে পারে ।

আরও পড়ুন :ETV Bharat Horoscope for 1st April : মানসিক শান্তি থাকবে বজায়, সঙ্গে স্বাস্থ্যেও থাকবে ভাল, কোন রাশির ?

বৃহস্পতিবার রাতে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে রাতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কমে 33.6 ডিগ্রি স্পর্শ করেছে । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 26.8 ডিগ্রি সেলসিয়াস । শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 এবং 27 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details