কলকাতা, 22 অগস্ট: ঘাম ঝরছে দক্ষিণবঙ্গে ৷ আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের কারণে রাজ্যের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল 18 অগস্ট থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে ৷ আজ 22 অগস্ট, মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে ৷
হাওয়া অফিসের কথা মিলে গিয়েছে ৷ সেই অনুযায়ী আজ এবং আগামিকাল থেকে আবহাওয়ার বদল হবে ৷ বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ 24 ও 25 অগস্ট বৃষ্টি বাড়বে ৷ এই দু'দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ বৃহস্পতিবারের আগে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
তবে উলটো ছবি উত্তরবঙ্গে ৷ সোমবার 21 অগস্ট থেকেই বৃষ্টি বৃদ্ধি পাবে, এমনটাই জানিয়েছিল হাওয়া অফিস ৷ আগামী পাঁচদিন দুই দিনাজপুর এবং মালদা বাদে উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷