পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: উত্তরে ভারী বৃষ্টিতে চাষের ক্ষতির শঙ্কা, দক্ষিণে হালকা থেকে মাঝারি - Rain likely to occur

ভাদ্র মাসের গোড়ায় রাজ্যের উত্তর ও দক্ষিণে ছবিটা একেবারে উলটো ৷ তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ৷ উত্তরবঙ্গের জন্য় কমলা সতর্কতা ৷

ETV Bharat
আবহাওয়ার পূর্বাভাস

By

Published : Aug 22, 2023, 6:36 AM IST

কলকাতা, 22 অগস্ট: ঘাম ঝরছে দক্ষিণবঙ্গে ৷ আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের কারণে রাজ্যের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল 18 অগস্ট থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে ৷ আজ 22 অগস্ট, মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে ৷

হাওয়া অফিসের কথা মিলে গিয়েছে ৷ সেই অনুযায়ী আজ এবং আগামিকাল থেকে আবহাওয়ার বদল হবে ৷ বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ 24 ও 25 অগস্ট বৃষ্টি বাড়বে ৷ এই দু'দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ বৃহস্পতিবারের আগে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

তবে উলটো ছবি উত্তরবঙ্গে ৷ সোমবার 21 অগস্ট থেকেই বৃষ্টি বৃদ্ধি পাবে, এমনটাই জানিয়েছিল হাওয়া অফিস ৷ আগামী পাঁচদিন দুই দিনাজপুর এবং মালদা বাদে উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

আজ, কাল ও পরশু- এই তিনদিন যেহেতু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ এই ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে চাষাবাদের ক্ষতির আশঙ্কা রয়েছে ৷ পাশাপাশি পাহাড়ে কালিম্পং, দার্জিলিংয়ে ভূমিধসের শঙ্কাও রয়েছে ৷ এক কথায় উত্তরবঙ্গে যখন বৃষ্টির দাপট, তখন দক্ষিণবঙ্গে প্রত্যাশিত বৃষ্টির দাপট অধরাই ৷

আরও পড়ুন: মঙ্গলে ভাগ্যদ্বয় কোন রাশির ? জানুন রাশিফলে

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ ৷ সর্বনিম্ন 66 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । কয়েক পশলা বৃষ্টি হতে পারে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ABOUT THE AUTHOR

...view details