কলকাতা, 11 অগস্ট: দুই বঙ্গের কোথাও ভারী বৃষ্টির দেখা সেভাবে মিলবে না ৷ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হওয়ার কথা ৷ তবে, আগামিকাল শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানিয়েছেন, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে ৷ পাশাপাশি, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় বৃষ্টিরও সম্ভাবনা আছে ৷
এই মুহূর্তে রাজ্যের কাছাকাছি দু'টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ একটি আছে উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় ৷ আরেকটি পটনা থেকে বালুরঘাটের উপর দিয়ে মিজোরাম পর্যন্ত গিয়েছে ৷ এই মৌসুমী অক্ষরেখার প্রভাবেই রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে ৷ তার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৷ আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- উপরের এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে ৷ আজ, শুক্রবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস ৷ দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে ৷ রবিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ৷