কলকাতা, 19 জানুয়ারি: ভরপুর ঠান্ডার আমেজ ৷ এর মধ্যে বৃষ্টির ঝাপটায় শীতের অনুভূতি ভালোভাবেই মালুম হচ্ছে ৷ সব মিলিয়ে একটা জুবুথুবু অবস্থা ৷ মাঘ মাসের প্রথম দিন থেকে পারদের নীচে নামার লক্ষণ সেভাবে নেই ৷ তবে বৃষ্টি দোসর হওয়াতেই যাবতীয় বিপত্তি ৷ দিনভর কুয়াশাচ্ছন্ন আবহ ৷ ঠান্ডা হাওয়া বইছে ৷ হাওয়া অফিস বলছে শুক্রবারও এমনই চলবে ৷ বেলায় পরিবর্তন শুরু হবে ৷ তবে বৃষ্টি নিয়ে তেমন কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস ৷
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কমই থাকবে ৷ পূর্বাভাস অনুযায়ী আগামী দু'দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে ৷ উত্তরবঙ্গে আগামী দু'দিন রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷ পরবর্তী তিনদিনে রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি কমতে পারে ৷ দার্জিলিংয়ে তুষারপাত এবং কালিংম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃহস্পতিবার দার্জিলিংয়ে পারদ নেমেছিল 2.6 ডিগ্রিতে ৷ বাগডোগরায় ছিল 10.2 ডিগ্রি, কোচবিহারে 7.9 ডিগ্রি, জলপাইগুড়িতে 10.2 ডিগ্রি, মালদায় 10.7 ডিগ্রি, কালিম্পংয়ে 9.5 ডিগ্রি, পুরুলিয়ায় 11.1 ডিগ্রি, বাঁকুড়ায় 12.6 ডিগ্রি, ক্যানিংয়ে 13 ডিগ্রি ৷