পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona in Bengal : রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ ওঠা-নামা অব্যাহত, বাড়ল মৃত্যু - Coronavirus news

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15 লাখ 60 হাজার 286 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 727 জন ৷ সবমিলিয়ে সুস্থের সংখ্যা 15 লাখ 33 হাজার 649 ৷

Corona
Corona

By

Published : Sep 17, 2021, 10:05 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : রাজ্যে দৈনিক সংক্রমণের গ্রাফের ওঠা-নামা অব্যাহত রয়েছে ৷ কোনওদিন বাড়ছে, কোনওদিন কম থাকছে দৈনিক সংক্রমণ ৷ তবে 700-র ঘরেই ঘোরাফেরা করছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গতকালের তুলনায় ফের বেড়েছে দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 719 ৷ আগের দিন যা ছিল 707 ৷ মৃত্যুর গ্রাফও ওঠা-নামা করছে ৷ গত 24 ঘণ্টায় বেড়েছে মৃত্যুও ৷ আগের দিন 7 জনের মৃত্যু হয়েছিল ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 9 জনের ৷

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15 লাখ 60 হাজার 286 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 727 জন ৷ সবমিলিয়ে সুস্থের সংখ্যা 15 লাখ 33 হাজার 649 ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 18 হাজার 629 জনের ৷ সক্রিয় রোগীর সংখ্যা 8 হাজার 8 ৷ সুস্থতার হার 98.29 শতাংশ ৷

আরও পড়ুন,Record Jabs On Modi's Birthday: মোদির জন্মদিনে দেশে 2 কোটির রেকর্ড টিকাকরণ

আজ মোট 40 হাজার 181 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 1 কোটি 76 লাখ 61 হাজার 376 ৷ আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা ৷ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 138 জন ৷ এরপরেই রয়েছে উত্তর 24 পরগনা ৷ এখানে আক্রান্তের সংখ্যা 124 ৷

ABOUT THE AUTHOR

...view details