পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West bengal Corona Update : সামান্য কমলেও দৈনিক সংক্রমণ সাতশোর উপরে, মৃত 15 - Corona cases in Bengal

17টি জেলায় গত 24 ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি ৷ নদিয়া ও দার্জিলিংয়ে 4 জন করে মারা গিয়েছেন ৷ কলকাতায় মৃত্যু হয়েছে একজনের ৷ আর উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 2 জনের ৷ বাকি একজনের মৃত্যু হয়েছে হুগলিতে ৷

West Bengal registers 705 new covid-19 cases in last 24 hours
সামান্য কমলেও দৈনিক সংক্রমণ সাতশোর উপরে, মৃত 15

By

Published : Aug 14, 2021, 8:54 PM IST

Updated : Aug 14, 2021, 9:05 PM IST

কলকাতা, 14 অগস্ট : পরপর 2 দিন কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ তবে তা রইল 700-র উপরেই ৷ আবার গত 24 ঘণ্টায় বাড়ল মৃতের সংখ্যা ৷

রাজ্যে করোনা সংক্রমণ প্রতিরোধে 31 অগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়েছে ৷ এই পরিস্থিতিতে গতকালের চেয়ে আজ আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 705 জন ৷ গতকাল ছিল 739 জন ৷ আবার 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 15 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 8 জনের ৷

সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে 15 লাখ 37 হাজার 890 ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 721 জন ৷ ফলে মোট করোনামুক্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 9 হাজার 521 ৷ এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 10 হাজার 78 জন ৷ আর মোট মৃত্যু হয়েছে 18 হাজার 291 জনের ৷

এই সংক্রান্ত খবর: স্কুল খোলার প্রস্তুতিতে পরিকাঠামো জানতে চিঠি শিক্ষা দফতরের

গত 24 ঘণ্টায় 43 হাজার 320 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 1 কোটি 63 লাখ 44 হাজার 33 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷

জেলার মধ্যে গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা উত্তর 24 পরগনায় ৷ এই জেলায় 88 জন আক্রান্ত হয়েছেন ৷ কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা 82 ৷ দক্ষিণ দিনাজপুরে মাত্র 2 জন নতুন আক্রান্ত ৷

Last Updated : Aug 14, 2021, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details