পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Egra Blast: এগরা বিস্ফোরণের পর অবৈধ বাজি কারখানা বন্ধে নির্দেশিকা নবান্নের - পূর্ব মেদিনীপুর

গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ সেই ঘটনার মূল অভিযুক্ত সড়ক পথে পালিয়ে যায় ওড়িশায় ৷ তার পর অবৈধ বাজি কারখানার সন্ধানে ও রাস্তায় নাকা চেকিং বৃদ্ধিতে পদক্ষেপ করল পুলিশ ৷

Egra Blast
Egra Blast

By

Published : May 18, 2023, 4:59 PM IST

Updated : May 18, 2023, 9:04 PM IST

কলকাতা, 18 মে: পূর্বে মেদিনীপুরের এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর নড়েচড়ে বসল রাজ্য পুলিশ । জানা গিয়েছে, রাজ্য পুলিশের তরফে সাফ নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক এলাকায় কোথায় কোথায় এই ধরনের নিষিদ্ধ বাজি কারখানা গড়ে উঠছে এবং তা কারা পরিচালনা করছে, তার দিকে নজর রাখা ও প্রয়োজনে আইনগত ব্যবস্থা প্রয়োগ করা । ইতিমধ্যেই উত্তর 24 পরগনা, হুগলি ও বীরভূম পুলিশ এই বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে বলে ভবানী ভবন সূত্রের খবর ৷

আর শুধু নিষিদ্ধ বাজি কারখানা নয়, বরং যেকোনও রকমের অপরাধমূলক কর্মকাণ্ড করার পর দুষ্কৃতীরা যাতে সড়কপথে ভিনরাজ্যে পালিয়ে যেতে না পারে, তার জন্য এবার রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশও দিয়েছে ভবানী ভবন । শুধু ট্রাফিক বিভাগ নয়, বরং বিভিন্ন থানার ওসি ও ইন্সপেক্টর ইনচার্জদের এই বিষয়ে দেখভাল করার নির্দেশও দেওয়া হয়েছে ।

ভবানী ভবনের আরও নির্দেশ, পশ্চিমবঙ্গ সঙ্গে যে সড়ক পথগুলি সরাসরি অন্য রাজ্যে চলে যাচ্ছে, সেই সব রাস্তায় নাকা চেকিংয়ের পরিমাণ বাড়াতে হবে । এছাড়াও বিভিন্ন সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির উপর বিশেষভাবে নজর রাখতে হবে স্থানীয় প্রশাসনকে । ভবানী ভবন সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে বসেছেন রাজ্যে পুলিশের পদস্থ কর্তারা । মূলত জাতীয় সড়কগুলির উপর বিশেষভাবে নজর দেওয়া হবে বলে বলে সিদ্ধান্ত হয়েছে ৷ এছাড়াও পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তরবঙ্গ-সহ একাধিক জায়গায় যেখানে পশ্চিমবঙ্গের সীমানা লাগোয়া অঞ্চল, সেইখানে বিশেষভাবে পুলিশি বন্দোবস্ত করা হবে ।

তবে এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক দীর্ঘদিন রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগের দায়িত্ব সামলে আসা এক উচ্চপদস্থ আধিকারিক জানান যে দীর্ঘদিন ধরে পুলিশে নতুন কোনও নিয়োগ হয়নি । কিন্তু প্রায় প্রত্যেকদিনই পশ্চিমবঙ্গের বিভিন্ন থানা থেকে বিভিন্ন পুলিশ কর্মীরা অবসর নিচ্ছেন । ফলে একদিকে পুলিশের সংখ্যা কমছে আর এই আইনশৃংখলার দায়িত্ব পালনে হাতেগোনা পুলিশ কর্মীদের নিয়ে এই কাজ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ।

পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ ওড়িশা পালিয়ে গিয়েছিলেন ৷ এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এবার তার জন্যই নড়েচড়ে বসল রাজ্য পুলিশ ।

এদিকে এই নিয়ে নবান্ন সূত্রে খবর, একটি নির্দেশিকায় পুলিশ সুপার এবং কমিশনারদের বলা হয়েছে, এলাকায় বেআইনি বাজি তৈরির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে । নিয়ম বহির্ভূত ভাবে চলা বাজি কারখানাগুলিতে তল্লাশি চালিয়ে বন্ধ করে দিতে হবে তা । বাজেয়াপ্ত করা বাজি কীভাবে নষ্ট করতে হবে, তা-ও জানিয়েছে নবান্ন ৷ এছাড়াও বলা হয়েছে, বাজেয়াপ্ত বাজি আদালতের নির্দেশ মেনে নষ্ট করতে হবে । বিপুল পরিমাণ বাজি উদ্ধার হলে প্রয়োজনে অল্প করে তা নষ্ট করতে হবে ।

তাছাড়া এই ধরনের বাজি কারখানায় শ্রমিকের কাজ করেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ । রাতারাতি কারখানা বন্ধ হলে তাঁদের রুজিরোজগারের প্রশ্ন উঠবে । তাই নবান্নের নির্দেশ, প্রয়োজন মনে করলে স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে কর্মীদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে । যাতে তাঁরা বেআইনি বাজি কারখানায় কাজ না করেও সুস্থভাবে জীবনধারণ করতে পারেন । সর্বোপরি সাধারণ মানুষকে সচেতন করার পরামর্শ পুলিশ প্রশাসনের। একাধিক উদ্দ্যোগ নিতে হবে ।

আরও পড়ুন:অগ্নিদগ্ধ হয়ে কটকের হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর জখম ভানু বাগ

Last Updated : May 18, 2023, 9:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details