কলকাতা, 13 জুলাই : নারদ তদন্তে সাক্ষী গোছানোর কাজ পুরোদমে শুরু করে দিল CBI । কলকাতা কর্পোরেশনের পর এবার পরিবহন দপ্তর ও পঞ্চায়েত দপ্তরে নোটিশ পাঠালেন তদন্তকারীরা । CBI সূত্রে এই খবর পাওয়া গেছে । তদন্তকারীরা জেরা করতে চান, পঞ্চায়েত ও পরিবহন দপ্তরের কয়েকজন কর্তাকে । সূত্রের খবর, নারদকাণ্ডে অভিযুক্ত মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়ের বিষয়ে খোঁজখবর নিতেই এই নোটিশ । তবে যে সময় এই ঘটনা ঘটেছিল, তখন সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত মন্ত্রী আর মদন মিত্র পরিবহন মন্ত্রী ছিলেন।
নজরে সুব্রত-মদন? পঞ্চায়েত ও পরিবহন দপ্তরে নোটিশ CBI-এর
কলকাতা কর্পোরেশনের পর এবার পরিবহন দপ্তর ও পঞ্চায়েত দপ্তরে নোটিশ পাঠালেন তদন্তকারীরা । CBI সূত্রে এই খবরই পাওয়া গেছে । তদন্তকারীরা জেরা করতে চান, পঞ্চায়েত ও পরিবহন দপ্তরের কয়েকজন কর্তাকে । সূত্রের খবর, নারদকাণ্ডে অভিযুক্ত মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়ের বিষয়ে খোঁজখবর নিতেই এই নোটিশ ।
নারদকাণ্ডে যে ফুটেজ সামনে এনেছিলেন ম্যাথু স্যামুয়েল, তাতে কলকাতা কর্পোরেশনে মেয়রের অ্যান্টি চেম্বারে টাকা নিতে দেখা গিয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে । সেই সূত্রেই কলকাতা কর্পোরেশনের চার কর্মীকে ডাকা হয়েছে । কিন্তু তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ ম্যাথুকে নিয়ে 2014 সালে সুব্রতবাবুর বাড়িতে গিয়েছিলেন । তদন্তকারীদের কাছে ম্যাথু একথা জানিয়েছেন । তাঁর দাবি, সে দিন প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন সুব্রতকে । তদন্তকারীদের দাবি স্ট্রিং অপারেশনের ফুটেজও বলছে তেমনই । ইতিমধ্যেই সুব্রত মুখোপাধ্যায়কে জেরা করেছেন তদন্তকারীরা । দু'দফায় জেরা করা হয় তাঁকে । তাঁর বয়ানের ভিডিয়ো রেকর্ডিংও করা হয় । তবে তাঁর বিষয়ে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের থেকে কী জানতে চায় CBI তা এখনও পরিষ্কার নয় ।
অন্যদিকে, নারদের ফুটেজে সাত সকালে ঘুম চোখে বিছানায় শুয়ে টাকার বান্ডিল নিতে দেখা গিয়েছিল তৎকালীন পরিবহন মন্ত্রী মদন মিত্রকে । CBI-এর কাছে ম্যাথু দাবি করেছেন, IPS এস এম এইচ মির্জা মারফত মদনের সঙ্গে যোগাযোগ করেছিলেন । যেদিন মদনের ভবানীপুরের বাড়িতে নারদ কর্তা গিয়েছিলেন, সঙ্গে ছিলেন টাইগার মির্জাও । যিনি আবার পুলিশ কর্তা মির্জার দূর সম্পর্কের ভাইও । মদন কেউ 5 লাখ টাকা দিয়েছিলেন বলে দাবি করেছিলেন ম্যাথু । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মদনকে জেরা করা হয়েছে । CBI সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে পরিবহন ও পঞ্চায়েত দপ্তরের কয়েকজন কর্তাকে হাজির হতে বলা হয়েছে নিজাম প্যালেসে ।