কলকাতা, 19 এপ্রিল: প্যাকেটজাত দুধের দাম 'ম্যাক্সিমাম রিটেল প্রাইস' বা সর্বাধিক বিক্রয়মূল্যর চেয়ে বেশি নেওয়া হচ্ছে ৷ গত কয়েকদিনে শহর ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা সুরক্ষা দফতরে এই অভিযোগ জমা পড়েছে ৷ তারই পরিপ্রেক্ষিতে লিগ্যাল মেট্রোলজি অধিদফতর বা আইনি পরিমাপবিদ্যা অধিদফতর কলকাতা ও শহরতলিতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ৷ রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের নির্দেশেই এই অভিযান চলছে ৷
ক্রেতা সুরক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ক্রেতার কাছ থেকে এমআরপি-র থেকে বেশি মূল্য নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সেই বিক্রেতার বিরূদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ তাই চলছে ধারাবাহিক অভিযান ৷ মূলত, শহর এবং শহরতলিতে দুধের প্যাকেট বিক্রির সময় কিছু দোকান এবং আউটলেট দুধের প্যাকেট বিক্রি করে এমআরপি-র উপরে কমপক্ষে 1 টাকা, বিশেষত বিভিন্ন ব্র্যান্ডের 500 মিলিলিটার প্যাকেটের জন্য দু'টাকা করে বেশি নিচ্ছে ৷
ক্রেতা সুরক্ষা দফতরের এক আধিকারিক বলেন, "আমরা গ্রাহক হিসেবে নানা জায়গায় অভিযান চালাচ্ছি ৷ যে কোনও প্যাকেটজাত পণ্যের জন্য এমআরপি-র থেকে বেশি টাকা নেওয়া অপরাধ ৷ এ ধরনের কোনও অনিয়ম দেখতে পেলে আমরা সেইসব প্যাকেট বাজেয়াপ্ত করি এবং জরিমানা আরোপ করা হয় ৷ সম্প্রতি শেষ হওয়া অর্থবর্ষে আমরা 1.20 কোটি টাকারও বেশি জরিমানা সংগ্রহ করেছি ৷"