কলকাতা, 18 মার্চ: উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠল (Higher Secondary Question Paper Leak) ৷ শনিবার উচ্চ মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল ৷ সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ ৷ পরীক্ষা শুরুর প্রায় আড়াই ঘণ্টা পর বিষয়টি নজরে আসে ৷ অনেকের কাছে হোয়াটসঅ্যাপে এই প্রশ্নপত্র পৌঁছে যায় বলেও জানা গিয়েছে ৷ তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (High Secondary Council) প্রশ্নফাঁসের বিষয়টি মানতে চায়নি ৷ তাদের দাবি, এই ভাবে পরীক্ষার মাঝে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে ৷
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘পরীক্ষা শুরু হওয়ার আড়াই ঘণ্টা পর যদি ছবিগুলো প্রচার করা হয়, তাহলে বড় কথা কী ? পরীক্ষার্থীরা সেই সময়ের মধ্যে পরীক্ষার হল ছেড়ে বেরিয়েও আসতে পারেন ৷ কেউ যদি পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্নপত্রের দু’টি পৃষ্ঠার ছবি তুলে সেগুলি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, তবে তা কোনওভাবেই পরীক্ষা পরিচালনায় প্রভাব ফেলতে পারে না ।’’
বরং তিনি যাঁরা এই ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, তাঁদের এই ধরনের কাজ থেকে বিরত হওয়ার জন্য বলেছেন ৷ তাঁর কাছে এই কাজ এক ধরনের শিশুসুলভ আচরণ ছাড়া আর কিছুই নয় ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, 2349টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া চলছে ৷ প্রতিটিতেই সিসিটিভি ক্য়ামেরার নজরদারি রয়েছে ৷ তাছাড়া 200টি সংবেদনশীল পরীক্ষা কেন্দ্র রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিভাইসের ব্যবহার করা হচ্ছে ৷ যেখানে যেকোনও ইলেকট্রনিক ডিভাইসের উপস্থিতি সহজে সনাক্ত করা হচ্ছে ৷ ফলে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই বলেই তিনি দাবি করেছেন ।