পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HS Question Paper Leak: উচ্চ মাধ্যমিকে প্রশ্নফাঁসের অভিযোগ, অস্বীকার সংসদ সভাপতির - উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

গত 14 মার্চ থেকে পশ্চিমবঙ্গে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination) ৷ সেই পরীক্ষার প্রশ্নপত্র শনিবার ফাঁস হয়েছে বলে অভিযোগ ৷ যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

HS Question Paper Leak
HS Question Paper Leak

By

Published : Mar 18, 2023, 8:40 PM IST

কলকাতা, 18 মার্চ: উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠল (Higher Secondary Question Paper Leak) ৷ শনিবার উচ্চ মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল ৷ সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ ৷ পরীক্ষা শুরুর প্রায় আড়াই ঘণ্টা পর বিষয়টি নজরে আসে ৷ অনেকের কাছে হোয়াটসঅ্যাপে এই প্রশ্নপত্র পৌঁছে যায় বলেও জানা গিয়েছে ৷ তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (High Secondary Council) প্রশ্নফাঁসের বিষয়টি মানতে চায়নি ৷ তাদের দাবি, এই ভাবে পরীক্ষার মাঝে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে ৷

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘পরীক্ষা শুরু হওয়ার আড়াই ঘণ্টা পর যদি ছবিগুলো প্রচার করা হয়, তাহলে বড় কথা কী ? পরীক্ষার্থীরা সেই সময়ের মধ্যে পরীক্ষার হল ছেড়ে বেরিয়েও আসতে পারেন ৷ কেউ যদি পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্নপত্রের দু’টি পৃষ্ঠার ছবি তুলে সেগুলি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, তবে তা কোনওভাবেই পরীক্ষা পরিচালনায় প্রভাব ফেলতে পারে না ।’’

বরং তিনি যাঁরা এই ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, তাঁদের এই ধরনের কাজ থেকে বিরত হওয়ার জন্য বলেছেন ৷ তাঁর কাছে এই কাজ এক ধরনের শিশুসুলভ আচরণ ছাড়া আর কিছুই নয় ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, 2349টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া চলছে ৷ প্রতিটিতেই সিসিটিভি ক্য়ামেরার নজরদারি রয়েছে ৷ তাছাড়া 200টি সংবেদনশীল পরীক্ষা কেন্দ্র রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিভাইসের ব্যবহার করা হচ্ছে ৷ যেখানে যেকোনও ইলেকট্রনিক ডিভাইসের উপস্থিতি সহজে সনাক্ত করা হচ্ছে ৷ ফলে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই বলেই তিনি দাবি করেছেন ।

তিনি আরও জানান, তার পরও সংসদ সতর্ক রয়েছে ৷ পুরো পরীক্ষা গ্রহণ পদ্ধতির উপর কড়া নজরদারি চলছে৷ প্রশ্নপত্র যাওয়ার বিষয়টি হোয়াটসঅ্যাপে ট্র্যাক করা হচ্ছে ৷ বিশেষ নজর দেওয়া হয়েছে মালদায় ৷ কারণ, সেখানে সংবেদনশীল পরীক্ষা কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি ৷ পরীক্ষা সংক্রান্ত রিপোর্ট পরে সরকারের কাছেও জমা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷

চলতি মাসের 14 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৷ এদিনই প্রথম প্রশ্নফাঁসের অভিযোগ উঠল ৷ এর আগে এই বছরের মাধ্যমিক পরীক্ষার সময়ও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল ৷

আরও পড়ুন:পর্ষদ ও সরকারের সম্মানহানির চেষ্টা ! ডিএলএড পরীক্ষার প্রশ্ন ফাঁসে সরব পর্ষদ সভাপতি

ABOUT THE AUTHOR

...view details