পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Adenovirus in Kolkata: করোনার মতো এবার অ্যাডিনো ভাইরাস মোকাবিলার জন্যও প্রশিক্ষণের ভাবনা রাজ্যের - West Bengal Govt

করোনা ভাইরাসের মতো এ বার অ্যাডিনো ভাইরাস (Adenovirus in Kolkata) মোকাবিলার জন্যও প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে রাজ্য স্বাস্থ্য দফতর ৷ এই নিয়ে আজ বিশেষ বৈঠক হয় ৷

Adenovirus in Kolkata Kolkata
অ্যাডিনোভাইরাস

By

Published : Feb 27, 2023, 8:17 PM IST

Updated : Feb 27, 2023, 8:38 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি:রাজ্যজুড়ে ক্রমেই বাড়ছে অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক (Adenovirus Latest News)। এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বহু শিশু । শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে রাজ্যে । ক্রমেই হাসপাতালের বেডগুলি ভরছে । এই অবস্থায় তড়িঘড়ি বৈঠক ডাকল রাজ্য স্বাস্থ্য দফতর (Adenovirus in Kolkata)।

সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী, শিক্ষা-স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা । সেই বৈঠকে পুরনো নিয়মের পাশাপাশি একাধিক নতুন নিয়মের কথা বলা হয়েছে ।

সূত্রের খবর, করোনার মতো এ বারও প্রশিক্ষণ দেওয়া হবে পুরো রাজ্যজুড়ে । চিকিৎসকের পাশাপাশি যত স্বাস্থ্যকর্মী রয়েছেন, সকলকেই অ্যাডিনো ভাইরাস মোকাবিলার জন্য প্রশিক্ষণ দেবে স্বাস্থ্য দফতর । পাশাপাশি যথেষ্ট পরিমাণ যাতে স্বাস্থ্যকর্মী হাসপাতালগুলিতে থাকেন, সেই ব্যাপারেও নজর রাখা হচ্ছে । এরই সঙ্গে পুরনো যে সমস্ত নিয়ম ছিল, তা যথাযথ ভাবে মেনে চলতে হবে ।

রাজ্যে ক্রমেই বাড়ছে অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা । কলকাতা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যেই শিশুদের সিসিইউতে 20টি শয্যার মধ্যে সবগুলোই ভর্তি । 15টি শিশু আশংকাজনক অবস্থায় রয়েছে । তাদের মধ্যে 2 জন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত । সোমবার ভোররাতে একটি শিশুর মৃত্যু হয় । যদিও তার মৃত্যুর কারণ নিউমোনিয়া । তবে তার রিপোর্ট পাঠানো হয়েছে নাইসেডে ।

আরও পড়ুন:24 ঘণ্টার মধ্যে শহরে অ্যাডিনোভাইরাসে মৃত্যু আরও 2 শিশুর

এর আগেও রবিবার ভোরে মেডিক্যাল কলেজে একটি শিশুর মৃত্যু হয় । তবে তারও মৃত্যু অ্যাডিনো ভাইরাসে নয় । অন্যদিকে শনিবার রাতে বিসি রায় হাসপাতালে একটি শিশুর মৃত্যু হয় । তার রিপোর্টে অ্যাডিনো ভাইরাসের উল্লেখ ছিল । ওইদিনই আরও একটি শিশুর মৃত্যু হয় । তার রিপোর্টে অবশ্য নিউমোনিয়ার কথা উল্লেখ আছে ।

আজ বিসি রায় হাসপাতালে পর্যবেক্ষণে যান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা । সেখানকার অবস্থা তাঁরা খতিয়ে দেখেন । চিকিৎসদের পক্ষ থেকে বলা হচ্ছে মাস্ক ব্যবহারের কথাও । পাঁচ বছরের উর্দ্ধে শিশুদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা । মূলত করোনার সময় যে সমস্ত নিয়ম মানা হয়েছিল, সেই নিয়ম মানতে বলা হচ্ছে ।

জেলায় জেলায় যে চিকিৎসকের দল যাচ্ছে, তাদেরকেও এই বিষয়ে নজর রাখার কথা বলা হয়েছে । যদি কোনও শিশুকে বেগতিক লক্ষ করলে, তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেবে বলে জানানো হয়েছে ।

Last Updated : Feb 27, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details